★ সহমর্মিতা উগলে দেবার যথেষ্ট কারন বিশ্লেষন না করেই অনেকে সহমর্মিতার পক্ষে সুখকর দুঃখজনক নিন্দা জানাচ্ছেন। আপনাদের বুদ্ধি আছে বস্ । মায়া মমতা আপনাদের হৃদমাঝারে অপূর্ব দক্ষতায় বাস করে ।
"রাখালের গরু খোঁয়াড়ে দিয়ে , অসহায় রাখালকে মধুর বাঁশি বাজিয়ে শোনান। "
অপৃতিকর পরিস্থিতির প্রভাবক হিসাবে ক্রিয়া সম্পাদন করে বিক্রিয়ার উৎপাদকে দোষী সাব্যস্ত করা মহান রাজনৈতিক ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ আপনাদের।
খরস্রোতা নদীর বুকে উবেল উঠা পানির মত, আপনার টক দই মিষ্টি বলে চালিয়ে দেন । একবারও ভাবেন না ওটা কারও কারও এসিডিটির কারন হতে পারে ।
পক্ষপাত দুষ্টতা ধরে থাকলে, বস্ ... আপনাকে সালাম...!
____________ পলাশ রাজ
``````````````````````````````````````````````````

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




