পুষ্পের বুকে নাক ঘষার সময় পুষ্প অষ্ফুট ভাবে বলে উঠল তুমি কি কাল ভোরে আমায় একই ভাবে আবার ভালবাসবে। উষ্নতার খোজার মাঝে আমি জবাব দিলাম " আমি জানিনা"। পুষ্প বলে উঠল আমি তোমায় কোনদিন হারাতে চাইনা, চাইনা কোনদিন কষ্ট না দিতে। উষ্নতার মাঝে আমার শীতল কন্ঠে আমার জবাব আসল "আমি জানি"। পুষ্প বলে উঠল আমার নিষ্পাপ ভালোবাসা কি কাল ভোরেও তোমার জন্য নিষ্পাপ থাকবে? আমি বললাম "আমার কিছু যায় আসে না"।
তৃপ্ত হাসি হেসে আমি যখন আমি তার দিকে তাকিয়ে হাসলাম, পুষ্প বিষিন্ন ভাবে আমার দিকে তাকিয়ে বলল, আমার কি কোন খুত আছে, আমি কেন আনন্দ পেলাম না?
স্বপ্ন দেখা ছেড়ে দিয়েছি
আজকাল তোমাকেই দেখি পুষ্প
সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০০৭ ভোর ৫:৪৬