আজ ১০ ফেব্রুয়ারি, ২০১৩। সিরাকিউসের কতিপয় স্টুডেন্ট দেশের শাহবাগের আন্দোলনের সাথে একাত্বতা ঘোষণা ও রাজাকারদের ফাসীর দাবি নিয়ে একত্রিত হয়েছি। '৭১ মিস করেছি, শাহবাগেও উপস্থিত থাকতে পারছিনা, কিন্তু আমরা আমাদের মনের কথা/দাবি গুলো সারা বিশ্বকে জানিয়ে দিতে চাই সামজিক সাইটগুলোর মাধ্যমে! আমারাও রাজাকারমুক্ত বাংলাদেশ চাই। রাজাকারের ফাঁসি চাই! আমরা আমাদের প্রিয় দেশকে অনেক ভালবাসি, দেশের প্রতি টানটা আরো বেশী অনুভব করি দেশের বাহিরে এসে। শাহবাগের হাজার হাজার মানুষের একটি যৌক্তিক দাবি নিয়ে যে জনসমুদ্র হয়েছে তা আমার দেশের প্রতি শ্রদ্ধা নিয়েই হয়েছে। যখন উৎসুক জনতা তাদের প্রাণের দাবি নিয়ে শ্লোগান ধরে, গান তুলে তখন আমিও আমার মনের ভিতরে অনুভব করি সেরকম এক স্পৃহা, কখনো চোখের জল!
আমি আপনাদের সবাইকে অনেক সম্মান জানাই এরকম একটা দাবি নিয়ে আজ শাহবাগে সম্মিলিত হবার জন্য। '৭১ এর মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করতে পারেনি তাদের জন্য শাহবাগ আজ এর পূর্ণ উদ্দ্যমে দাড়িয়েছে! যারা আমার দেশকে বিন্দুমাত্র ভালবাসে তারা যেন সুযোগ পেলেই শাহবাগ যায়। আমি বাংলাদেশে থাকলে কোনভাবেই ঘরে বসে থাকতে পারতাম না! আমার দেশকে এত্ত মানুষ ভালবাসে তা পৃথিবী আর কোথায় আছে? এত্ ভালবাসার মানুষ থাকতে আমার দেশের কোন ক্ষতি হতে পারেনা।
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




