তোমাদের হাসি গানের ভরা জলসা'য়
আমার এই ক্ষুদ্র তুচ্ছ বেদনার গান
অনাদরে অবহেলায় ঝরা পাতার মত
ফেলে দিও, ভুলে যেও, মুছে নিও প্রাণ।
তোমাদের সাথে আমার এই হাসি খেলা
মমতার স্নেহে বাঁধা হৃদয়ের কোণে
জমে আছে যেই প্রেম, দিবসের শেষে
অনাদরে ভুলে যেও রেখো না তা মনে।
ক্ষুদ্র, তুচ্ছ, মূল্যহীন দিয়েছিলেম যাহা
পরিপূর্ণ তোমাদের আনন্দ সভায়
শ্রাবণের জলের মত নতুন স্রোতে
ধুয়ে যাবে জানি সব নতুন সন্ধ্যায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



