অন্য জগৎ
আমি নই, মন নয়, নয়'কো হৃদয়
মাথার ভিতরে কেউ হয়েছে উদয়,
সে আমারে লয়ে যায় আলাদা জগতে
কথা কয় কাছে আসে হাত রাখে হাতে।
নিঝুম রাত্রির গাঢ় অন্ধকারে
আমাকে ডাকিয়া লয় শীতের ভিতরে।
সে আমারে করে দেয় ভীষণ একাকী
আপন ভাবনা লয়ে নির্জনে থাকি।
জনকোলাহল মাঝে আসে বধিরতা
মাথার ভিতরে... বাকিটুকু পড়ুন
