somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আঁধারে প্রভাত পাখির গান, না জানি কেনো রে এতোদিন পরে জাগিয়া উঠিল প্রাণ।

আমার পরিসংখ্যান

আমি আগন্তুক নই
quote icon
পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

অন্য জগৎ

লিখেছেন আমি আগন্তুক নই, ২৫ শে মে, ২০২৩ রাত ১:২২



আমি নই, মন নয়, নয়'কো হৃদয়
মাথার ভিতরে কেউ হয়েছে উদয়,
সে আমারে লয়ে যায় আলাদা জগতে
কথা কয় কাছে আসে হাত রাখে হাতে।
নিঝুম রাত্রির গাঢ় অন্ধকারে
আমাকে ডাকিয়া লয় শীতের ভিতরে।
সে আমারে করে দেয় ভীষণ একাকী
আপন ভাবনা লয়ে নির্জনে থাকি।

জনকোলাহল মাঝে আসে বধিরতা
মাথার ভিতরে... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ২৮ বার পঠিত     like!

প্রার্থনা

লিখেছেন আমি আগন্তুক নই, ১৯ শে মে, ২০২৩ রাত ১:২৫

জীবন চলার পথে পদস্খলন ঘটে যদি কভু
হাত ধরে তুলে নিও, আমারে তুলে নিও প্রভু।
হীন পাপ গ্লানি মোরে অন্ধকারে নিয়ে যায় যদি
অগ্নি সম জ্বালা অন্তরে জ্বলে নিরবধি,
শীতল করিও প্রাণ দিয়ে মোরে পূন্য স্নান, প্রভু।
জীবন চলার পথে পদস্খলন ঘটে যদি কভু।
হাত ধরে তুলে নিও আমারে তুলে নিও প্রভু।।
যদি... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৯৬ বার পঠিত     like!

এ কবিতা খানি

লিখেছেন আমি আগন্তুক নই, ১৪ ই মে, ২০২৩ রাত ১২:৫২



জানি আমি জানি, আমার এ কবিতা খানি
শুধুই কথার কথা, নয় তাহা চিরন্তন বাণী,
নয় তাহা কাব্য ব্যঞ্জনাময়, হিন্দোল তোলে না তা প্রাণে-
শুধুই মনের সরলতা, নেই তাতে গভীর কোনো মানে।
নয় তাহা ধ্রুব সত্য কঠিন বাস্তব অমূল্য দর্শন
নয় তাহা কল্পনার রূপ, রস, গন্ধের মায়াবী বর্ণন।
নয় তাহা দারিদ্র পিরীতের মর্মবেদনার... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ৪৩ বার পঠিত     like!

অ্ন্ন দান

লিখেছেন আমি আগন্তুক নই, ১২ ই মে, ২০২৩ রাত ১২:৫০



এ শহরের অলিগলি হাটে প্রতিদিন
একা একা হেঁটে চলে বিরামবিহীন
দুটি ক্রাচে ভর করে হাটে অবিরাম
ভিক্ষা মেগে খায়, ভজো হরি নাম।
এক পা পঙ্গু তাহার এক পা আছে
পথে পথে ভিক্ষা চায় পথিকের কাছে
যেদিন যা পায় তাহা দেয় মায়ের কাছে
সংসারেতে মা আর ছোট বোন আছে।
ইহাদের নিয়ে তার... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১১৭ বার পঠিত     like!

শহুরে জীবন

লিখেছেন আমি আগন্তুক নই, ৩০ শে এপ্রিল, ২০২৩ রাত ১২:৪৬



রয়েছি পরে এই বিশাল শহরে
রাস্তার কোলাহলে-- সংকীর্ণ ঘরে,
ইট বালু কংক্রিটের কঠিন হৃদয়
মিশে আছে মনে মোর নেই সংশয়।
পিচঢালা রাজপথে চলার প্রেমে
অবিরাম ছোটাছুটি নেই আমি থেমে
ভালো লাগে শহরের জীবন প্রবাহ
ধূসরিত ধূলিময় তাপে খড়দহ।
আমার এ শহরের ধূলিকণাও জানে
আমার ভালবাসার কত বেশি মানে।
কত বেশি গভীরতা অলিতে-গলিতে
ছড়িয়ে... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ৫৩ বার পঠিত     like!

আত্মহনন

লিখেছেন আমি আগন্তুক নই, ২৯ শে এপ্রিল, ২০২৩ রাত ১২:৪১



একদিন মনে তার হয়েছিল সাধ
'কারো কাছে বুক ভরা পেয়েছে আঘাত'
তাই সে চুপিচুপি রাতের আঁধারে
বন্ধন ছিড়ে-মুছে এসেছে বাহিরে।
অন্ধকার আকাশে একফালি চাঁদ
ঝিমায় ঘুমঘোরে একা সারারাত,
এমন নিঝুম রাতে লুকানো সে আশা
মিটায়ে দিতে চায় সব ভালবাসা।
নিশুতি অন্ধকারে অশ্বত্থের কাছে
চলিয়া গেল সে দ্রুত এক শ্বাসে
সব মায়া ছিন্ন করে কন্ঠে... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৪৬ বার পঠিত     like!

প্রতীক্ষা

লিখেছেন আমি আগন্তুক নই, ২৩ শে এপ্রিল, ২০২৩ রাত ১:২৩


সব আশা ভেঙে গেলে তারপর মন
নতুন নতুন আশার করে আয়োজন।
যে নদী ফুরায়ে যায় শুকায় চরায়
সেও ফের গতি পায় সুফলা ধরায়।
মোর আশা ভেঙে গেছে--হৃদয়ের সাধ
মিটে নাই কোনো কালে, শুধুই আঘাত
এসেছে ফিরে ফিরে অন্তর মাঝে
নিষ্ফল হতাশায় সকল কাজে।
তবুও হৃদয়ে অমৃতের স্বাদ
পাব বলে নির্ঘুম কাটে শত রাত,
আসিবে স্বপ্নে... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৯২ বার পঠিত     like!

বিষন্নতা

লিখেছেন আমি আগন্তুক নই, ০৯ ই এপ্রিল, ২০২৩ রাত ১:৩২

এখন মরিতে স্বাদ জাগে
বেঁচে থাকার কেন প্রয়োজন!
যখন হারিয়ে গেছে নক্ষত্রের দেশে
অনেক সাধের পাওয়া হৃদয় আর মন।
ক্লান্ত ঘুমের মত অন্ধকার রাত্রি
সহস্র বেদনার নির্জন আকাশ
জগতের মাঝে আমি নিঃস্ব একা
বারে বারে বেড়িয়ে আসে শুধু দীর্ঘশ্বাস।
কোথাও কেউ নেই এখন আমার
অনন্ত শূন্যতা বুকের ভিতর
জেগে আছে মহাকালের অসীম... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৪৪ বার পঠিত     like!

অসীমের পানে

লিখেছেন আমি আগন্তুক নই, ০৭ ই এপ্রিল, ২০২৩ রাত ১২:৫৭



জাগিয়া রয়েছে চাঁদ সারারাত একা-একা প্রহরীর মতো,
আধো আলো অন্ধকারে কালো কালো ডালপালা কথা বলে কত
রূপালী চাঁদের সাথে,- কুয়াশায় ভিজে ভিজে শিশির বুকে লয়ে ঘাস-
নিস্তব্ধ কালো জলে নদী আর পানকৌড়ি খেলা করে জানি বারোমাস।
জানি আমি তাহাদের মতো আর- আমার আজ নেই আয়োজন
তবু কেন অন্ধকারে একা একা কোথা যেন... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ৫৮ বার পঠিত     like!

কাব্যসুন্দরী

লিখেছেন আমি আগন্তুক নই, ০৬ ই এপ্রিল, ২০২৩ রাত ১:২২



হে রূপবতী রসবতী কবিতাসুন্দরী
মায়াময়ী প্রেমময়ী নিভৃত-গুঞ্জরি
হৃদয়ের বাসনা তুমি মর্ম অনুভব
মনের সৃজনে তোমার জগতে উদ্ভব।
কিশোর হৃদয়ে মম, তব ক্ষুদ্র ভ্রূণ
ধীরে ধীরে প্রকাশিলে আপনার গুণ।
মাঠে ঘাটে ফলে ফুলে তোমার বিকাশ
পথ চলা মাঝে যত হাসি দীর্ঘশ্বাস
সকলি নিপুন রূপে রাখো বক্ষ মাঝে
তোমার মাধুর্য সবার কন্ঠ ভরে বাজে।
হে... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৪১ বার পঠিত     like!

পণ্ডশ্রম

লিখেছেন আমি আগন্তুক নই, ০৫ ই এপ্রিল, ২০২৩ রাত ১:০২

বহুদিন ধরে বহু শ্রম করে
বহু আশা নিয়ে বহু ব্যায় করে
গড়িতে চেয়েছি তিলোত্তমা
করিতে চেয়েছি বিত্ত,
গড়া হয় নাই ক্ষুদ্র কুটির
চারি কোণে দিয়ে চারটি খুঁটির
শান্ত শীতল একখানা নীড়
সুখী হবে যেথা চিত্ত। বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৫৭ বার পঠিত     like!

পিপাসা

লিখেছেন আমি আগন্তুক নই, ০৩ রা এপ্রিল, ২০২৩ রাত ১:২৩

যাহা কিছু দিয়েছি তারে
না হলেও তাহা একেবারে
ক্ষুদ্র তুচ্ছ নয় তাহা ফেলিবার মত,
অমৃত না হলেও তাহা জানি
হৃদয়ের গভীর হতে আনি
নিংড়ায়ে দিয়েছিলাম ভালবাসা যত।
পথে পথে চলিতে জীবন
সঞ্চিত করেছে এই মন
আপন মনে সেই সব জমানো ফসল
তার তরে সবটুকু ঢালি
সঞ্চিত পাত্র করে খালি
দিয়েছিলাম মনে প্রাণে তারে অনর্গল।
তবু তার হৃদয়ের আশা... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৩৫ বার পঠিত     like!

স্বপ্নের রাত

লিখেছেন আমি আগন্তুক নই, ০২ রা এপ্রিল, ২০২৩ রাত ১:১৮



ঘুম-অনেক ঘুম,- ঘুম ভরা চোখ
চোখ বুজে অন্ধকারে দেখি বিশ্বলোক
যখন ঘুমায়ে পরি- মাথার কাছে
দেখি একা চুপিচুপি স্বপ্ন বসে আছে।
আমাকে দেখায় তার সমস্ত জগৎ
অযোধ্যা কাশি নয়, নয়তো মগধ
সে এক নতুন রাজ্য, অধরা অবাস্তব
পরাবাস্তু আপছা আলো কল্পনায় সব।
শিলা ক্ষোদিত প্রাসাদ প্রাগৈতিহাসিক
মস্ত মস্ত থাম তার প্রস্থ অস্বাভাবিক
প্রকাণ্ড... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৪৫ বার পঠিত     like!

পথের বিলাপ

লিখেছেন আমি আগন্তুক নই, ০১ লা এপ্রিল, ২০২৩ রাত ১:৩০



একখানা গল্প আমি বলিব তোমারে
যেই গল্প এতদিন ছিলো অন্ধকারে
মুখ ফুটে কোনোদিনও বলে নাই কেউ
আমিই বলিব আজ, বুকে সেই ঢেউ
উথাল-পাথাল করে সেই সব ভাষা
যাহা বলে নাই বেদব্যাস মরিচী দুর্বাশা।
এতটুকু বলিয়া সেই বৃদ্ধ সন্ন্যাসী
চাহিয়া রহিল দূরে, বারোয়ার বাঁশি
করিল ক্রন্দন তাহার বুকের ভিতর
ভাঙ্গিয়া দিলো পাঁজর অঘ্রাণের... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৪৫ বার পঠিত     like!

এই দেশে

লিখেছেন আমি আগন্তুক নই, ৩১ শে মার্চ, ২০২৩ রাত ১:২৯

অনেক কবি আছে এইখানে, অনেক -- অনেক কবি
বাংলার সকলেই কবি, কথায় কথায়-গানে গানে আঁকে এই বাংলার ছবি
বসে বসে পান খায়- একজন দুইজন আরও বহু জনে
কথা কয়, সহজসরল কথা- রূপকথা বলে যেন আবেগের মনে
যেইজন জানেননা লেখাপড়া- কোনোদিন একটি বর্ণও লেখেনাই হাতে
পড়ে নাই কোনো বই, সে-ও কাব্য বলে,... বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ৬৪ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ১১২০৪ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ