somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আঁধারে প্রভাত পাখির গান, না জানি কেনো রে এতোদিন পরে জাগিয়া উঠিল প্রাণ।

আমার পরিসংখ্যান

আমি আগন্তুক নই
quote icon
পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

নতুনের আহ্বান

লিখেছেন আমি আগন্তুক নই, ২৯ শে আগস্ট, ২০২৩ রাত ১:৪২



এনেছি আমি আজ তোমাদের তরে
নতুন বার্তা এক প্রাণের ভিতরে;
প্রভাতে যেমন হয় নতুন সূর্যোদয়
তেমনি ছড়িয়ে যাবে সারা বিশ্বময়-
নতুন এ বাণী মোর আগামীর তরে
সকলেই যেচে নেবে প্রাণের ভিতরে।
প্রেমের আলোতে দেখে নেবে মুখ
দেবে নেবে প্রেম সবে হবে না বিমুখ।
পুরানো ছড়ানো যা মিথ্যা ও মেকি
আমার বাণীর... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৬৫ বার পঠিত     like!

অন্ধকার যুগ

লিখেছেন আমি আগন্তুক নই, ২২ শে আগস্ট, ২০২৩ রাত ১:২৮

অদ্ভুত রাত্রি এক এসেছে নামিয়া
পৃথিবীর সব ভালো গিয়াছে থামিয়া
চারিদিকে ফলিতেছে পাপের ফসল
ভালো মানুষের কাজ সব নিস্ফল।
কোনো এক অন্ধকার করিতেছে গ্রাস
ফুল আর ফোটে না তো, ফুলের সুবাস
ভাসে না তো বাতাসের নিবিড় ঢেউয়ে
ভালবাসা ঘৃণা হয়ে পরিতেছে চুঁইয়ে,
কোকিল আর গায় না কো কুহু কুহু গান
সবুজ হয়েছে... বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ৭৬ বার পঠিত     like!

জীবন চরিত

লিখেছেন আমি আগন্তুক নই, ১৬ ই আগস্ট, ২০২৩ রাত ২:৩৫



সকল দুয়ার খুলে দিয়ে আজ নিজেকে দেখিতে চাই
কোথা হতে এসে কোথায় চলেছি কোথা গিয়ে পাই ঠাঁই।
কার লাগি মোর হৃদয় পুড়েছে কার তরে আছে ঘৃণা
কাহাকে ছাড়িয়া চলিয়া এসেছি বাঁচি না কাহারে বিনা।
কোন পাপ আছে জীবনে আমার কতটুকু আছে পূণ্য
কার তরে মোর প্রেমের জোয়ার কার তরে মন... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৭৫ বার পঠিত     like!

বিরহ

লিখেছেন আমি আগন্তুক নই, ১৪ ই আগস্ট, ২০২৩ রাত ২:১৬

একদিন তার সাথে কত কথা হতো
আজ সে দূরে থাকে কারণ বসতো
খুঁজিয়া পাইনা তারে হৃদয়ের কোণে
কারিয়া নিল তারে অন্য কোনো জনে।
অন্য কোনো মনে সে গড়েছে বসতি
সময়ের ব্যবধানে ফিরে গেছে মতি
যাহা ছিল একদিন সোনার ফ্রেমে
সাজানো গুছানো মনে গভীর প্রেমে
রঙে রসে ছিল সে বড় উচ্ছল
ঝরিয়া পরিত বুকে হেসে... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৪৮ বার পঠিত     like!

সাধ

লিখেছেন আমি আগন্তুক নই, ১৩ ই আগস্ট, ২০২৩ রাত ২:৩০

ধরনীর যেথা যাই মানুষের ঢল
হাসিয়া খেলিয়া তারা করে কোলাহল
আনন্দ বিনোদনে কাটে দিনকাল
সুখ নিয়ে ফিরে আসে প্রতিটি সকাল।
মনে হয় পৃথিবীটা মিলনমেলা
রঙে রসে জমে আছে আনন্দ খেলা।
তার মাঝে আমি এক অনাহুত প্রাণ
অকারণে এসে গাই বেদনার গান
ফেলে দেওয়া ঝরা ফুল হলুদ পাতা
মরা গাছ বিবর্ণ... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৪৮ বার পঠিত     like!

প্রস্থান

লিখেছেন আমি আগন্তুক নই, ১০ ই আগস্ট, ২০২৩ রাত ২:৩০

কোথাও চলিয়া যাব দূর অজানায়
খুঁজিও না বন্ধু আর এই অবেলায়,
নিরবে চলিয়া যাব এ বাঁধন ছিড়ে
মমতার ছায়া ঘিরে আসিব না ফিরে
আঁখি জল ফেলিও না মিছে বেদনায়।
... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৭৪ বার পঠিত     like!

রাতের গান

লিখেছেন আমি আগন্তুক নই, ০৯ ই আগস্ট, ২০২৩ রাত ১:৩৪

নামিয়া এসেছে চাঁদ মাঝ রাতে রূপালী আলো নিয়ে হাতে
অশরীরী প্রেতিনীরা কথা বলে আলোছায়ায় নির্জন রাতে
পাতার ফাঁকে ফাঁকে চেয়ে থাকে অন্ধকারে ধুসর লক্ষ্মী পেঁচা -
নেই তার ঘুম চোখে- অপলকে অন্ধকারে জেগে থাকা জীবনের নেশা।
কাঁপিয়া ওঠে পাতা হিজলের শাখে শাখে ফুল তার টুপটাপ ঝরে,
সারারাত চুমে চুমে আধোজাগা আধোঘুমে... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৪৮ বার পঠিত     like!

আশা

লিখেছেন আমি আগন্তুক নই, ০৫ ই আগস্ট, ২০২৩ রাত ২:১৮

দুর্দিন চলে গেলে আবার সুদিন
ফিরে আসে জীবনের কোনো একদিন।
ফিরে পায় বর্ষায় মৃতপ্রায় ঘাস
নতুন জীবন, ফুল বিলায় সুবাস
ফাগুনের আগমনে রঙের মেলায়
প্রজাপতি ফুলে আসে প্রেমের খেলায়
যে নদী শুকিয়ে যায় বালুর চরায়
শুকনো মৌসুমের প্রচন্ড খড়ায়-
শ্রাবণের জলধারায় প্রাণ ফেরে তার
টলমল করে চলে বহিয়া আবার।
আমার এ জীবনের বেদনার... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ৭৭ বার পঠিত     like!

এই ধরনীর শোভা

লিখেছেন আমি আগন্তুক নই, ০৩ রা আগস্ট, ২০২৩ রাত ১:৪৪

এত ভালোবাসি এই ধরনীর শোভা
যেদিকে তাকাই দেখি কি যে মনোলোভা,
হৃদয় ভরিয়া ওঠে মায়াময় প্রেমে
আঁকিয়া লই সব হৃদয়ের ফ্রেমে।
রূপ, রস, গন্ধ, পরশ সুমধুর বাণী
দরদে মুছিয়া দেয় মর্মের গ্লানি
তনু মন করে স্নান মেখে রবি প্রভা।
কত ভালোবাসি এই ধরনীর শোভা।

সুনিবিড় ছায়াময় সবুজ এই গাঁও
প্রান্তর দিগন্তে... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৩৪ বার পঠিত     like!

এমনি করেই বাঁচতে হবে

লিখেছেন আমি আগন্তুক নই, ০৯ ই জুন, ২০২৩ রাত ১:১৯



অনেক ভেবে দেখেশুনে
বুঝতে পেরে মর্মবাণী
সবকিছুই তো সমান নহে
... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৭৯ বার পঠিত     like!

অন্য জগৎ

লিখেছেন আমি আগন্তুক নই, ২৫ শে মে, ২০২৩ রাত ১:২২



আমি নই, মন নয়, নয়'কো হৃদয়
মাথার ভিতরে কেউ হয়েছে উদয়,
সে আমারে লয়ে যায় আলাদা জগতে
কথা কয় কাছে আসে হাত রাখে হাতে।
নিঝুম রাত্রির গাঢ় অন্ধকারে
আমাকে ডাকিয়া লয় শীতের ভিতরে।
সে আমারে করে দেয় ভীষণ একাকী
আপন ভাবনা লয়ে নির্জনে থাকি।

জনকোলাহল মাঝে আসে বধিরতা
মাথার ভিতরে... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৩৪ বার পঠিত     like!

প্রার্থনা

লিখেছেন আমি আগন্তুক নই, ১৯ শে মে, ২০২৩ রাত ১:২৫

জীবন চলার পথে পদস্খলন ঘটে যদি কভু
হাত ধরে তুলে নিও, আমারে তুলে নিও প্রভু।
হীন পাপ গ্লানি মোরে অন্ধকারে নিয়ে যায় যদি
অগ্নি সম জ্বালা অন্তরে জ্বলে নিরবধি,
শীতল করিও প্রাণ দিয়ে মোরে পূন্য স্নান, প্রভু।
জীবন চলার পথে পদস্খলন ঘটে যদি কভু।
হাত ধরে তুলে নিও আমারে তুলে নিও প্রভু।।
যদি... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১০৯ বার পঠিত     like!

এ কবিতা খানি

লিখেছেন আমি আগন্তুক নই, ১৪ ই মে, ২০২৩ রাত ১২:৫২



জানি আমি জানি, আমার এ কবিতা খানি
শুধুই কথার কথা, নয় তাহা চিরন্তন বাণী,
নয় তাহা কাব্য ব্যঞ্জনাময়, হিন্দোল তোলে না তা প্রাণে-
শুধুই মনের সরলতা, নেই তাতে গভীর কোনো মানে।
নয় তাহা ধ্রুব সত্য কঠিন বাস্তব অমূল্য দর্শন
নয় তাহা কল্পনার রূপ, রস, গন্ধের মায়াবী বর্ণন।
নয় তাহা দারিদ্র পিরীতের মর্মবেদনার... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ৫৬ বার পঠিত     like!

অ্ন্ন দান

লিখেছেন আমি আগন্তুক নই, ১২ ই মে, ২০২৩ রাত ১২:৫০



এ শহরের অলিগলি হাটে প্রতিদিন
একা একা হেঁটে চলে বিরামবিহীন
দুটি ক্রাচে ভর করে হাটে অবিরাম
ভিক্ষা মেগে খায়, ভজো হরি নাম।
এক পা পঙ্গু তাহার এক পা আছে
পথে পথে ভিক্ষা চায় পথিকের কাছে
যেদিন যা পায় তাহা দেয় মায়ের কাছে
সংসারেতে মা আর ছোট বোন আছে।
ইহাদের নিয়ে তার... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১৪৪ বার পঠিত     like!

শহুরে জীবন

লিখেছেন আমি আগন্তুক নই, ৩০ শে এপ্রিল, ২০২৩ রাত ১২:৪৬



রয়েছি পরে এই বিশাল শহরে
রাস্তার কোলাহলে-- সংকীর্ণ ঘরে,
ইট বালু কংক্রিটের কঠিন হৃদয়
মিশে আছে মনে মোর নেই সংশয়।
পিচঢালা রাজপথে চলার প্রেমে
অবিরাম ছোটাছুটি নেই আমি থেমে
ভালো লাগে শহরের জীবন প্রবাহ
ধূসরিত ধূলিময় তাপে খড়দহ।
আমার এ শহরের ধূলিকণাও জানে
আমার ভালবাসার কত বেশি মানে।
কত বেশি গভীরতা অলিতে-গলিতে
ছড়িয়ে... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ৩৩৮ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ২০৮৯০ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ