অনুভব
তৃষিত নয়নে কার পথপানে
চেয়ে থাকি নিশিদিন,
চঞ্চল প্রাণে হাঁটি আনমনে
একেলা বিরামহীন।
কার পদধ্বনি কানপেতে শুনি
নয়ন মুদিলে ঘুমে,
শিহরিয়া উঠি কাঁপে ঠোঁট দু'টি
কে দিল আলতো চুমে।
বাতাসে বাতাসে কাহার পরশে
বুলায় শীতল স্নেহ,
কানপেতে রই এলো বুঝি ঐ
আমার আঙ্গিনাতে কেহ।
কেন এ আশা কেন... বাকিটুকু পড়ুন
