জানি আমি জানি, আমার এ কবিতা খানি
শুধুই কথার কথা, নয় তাহা চিরন্তন বাণী,
নয় তাহা কাব্য ব্যঞ্জনাময়, হিন্দোল তোলে না তা প্রাণে-
শুধুই মনের সরলতা, নেই তাতে গভীর কোনো মানে।
নয় তাহা ধ্রুব সত্য কঠিন বাস্তব অমূল্য দর্শন
নয় তাহা কল্পনার রূপ, রস, গন্ধের মায়াবী বর্ণন।
নয় তাহা দারিদ্র পিরীতের মর্মবেদনার কথা
নেই তাতে প্রকৃতির মাধুরীমা সবুজে ঢাকা তরুলতা।
এ আমার মনের বেদনার হাহাকার করে ওঠা সুর
এ ব্যথা নিরালায় বাতাসের সাথে যায় ভেসে বহুদূর..
পৃথিবী ব্যাপি ছোটে প্রান্তরের পথ ছেড়ে দিগন্তের পথে-
দীর্ঘশ্বাস নিয়ে ছোটে নিষ্পলক ছুটে চলে বিচ্ছেদের রথে
পৃথিবী ব্যাপি গায় বেদনার মর্মভেদী বিষাদময় সকরুণ সুর
ম্রিয়মাণ করে প্রাণ-- হৃদয় বিরহে হয় বেদনাবিধুর।
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০২৩ রাত ১২:৫২