ধরনীর যেথা যাই মানুষের ঢল
হাসিয়া খেলিয়া তারা করে কোলাহল
আনন্দ বিনোদনে কাটে দিনকাল
সুখ নিয়ে ফিরে আসে প্রতিটি সকাল।
মনে হয় পৃথিবীটা মিলনমেলা
রঙে রসে জমে আছে আনন্দ খেলা।
তার মাঝে আমি এক অনাহুত প্রাণ
অকারণে এসে গাই বেদনার গান
ফেলে দেওয়া ঝরা ফুল হলুদ পাতা
মরা গাছ বিবর্ণ শুকনো লতা
খাঁ খাঁ মাঠ মরুভূমি দিগন্তে বিলীন
মরাগাঙ-- এ জীবনে শূন্য প্রতিদিন।
নাই নাই ঠাঁই নাই এ ধরনী মাঝে
বৃথা মোর স্বপ্ন রথ দেখি সব কাজে।
তবুও বেঁচে রই এই ব্যথা লয়ে
যা গিয়েছে জীবনের যাক ক্ষয়ে ক্ষয়ে
সংসারের মোহ মায়া বুকেতে অগাধ
যত ব্যথা পাই বুকে, তবু জাগে সাধ --
তবুও ভালো লাগে এই ব্যথা গ্লানি
যে দিল অসীম ব্যথা তারেও বুকে টানি।
যে দিয়েছে ভালবাসা তাহার বুকে
অনন্তকাল বাঁচিতে চাই প্রেমের অসুখে।
সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০২৩ রাত ২:৩১