এত ভালোবাসি এই ধরনীর শোভা
যেদিকে তাকাই দেখি কি যে মনোলোভা,
হৃদয় ভরিয়া ওঠে মায়াময় প্রেমে
আঁকিয়া লই সব হৃদয়ের ফ্রেমে।
রূপ, রস, গন্ধ, পরশ সুমধুর বাণী
দরদে মুছিয়া দেয় মর্মের গ্লানি
তনু মন করে স্নান মেখে রবি প্রভা।
কত ভালোবাসি এই ধরনীর শোভা।
সুনিবিড় ছায়াময় সবুজ এই গাঁও
প্রান্তর দিগন্তে কোথায় উধাও -
ফসল ফলিয়া আছে বিস্তীর্ণ মাঠে
গোধূলির ছায়া ঢেকে রবি যায় পাটে।
শাখে শাখে ফল ফুল পাখি করে গান
সুমধুর সৌরভে ভরে ওঠে প্রাণ ;
প্রাণে প্রাণে জেগে থাকে রঙিন আভা
কত ভালোবাসি এই ধরনীর শোভা।
সংসারের খেলা ঘরে হাসি আর গান
আনন্দে ভরে থাকে তনু মন-প্রাণ,
প্রিয়জন দিয়ে মন ঢালে স্নেহ সুধা
আরও ভালোবাসি যেন- জাগে সেই ক্ষুধা।
জননীর সুশীতল স্নেহের আঁচল
মুছায় সকল ক্লান্তি জুড়ায় অনল।
নিত্য বসে প্রাণে মোর মিলনের সভা
কত ভালোবাসি এই ধরনীর শোভা।
সর্বশেষ এডিট : ০৩ রা আগস্ট, ২০২৩ রাত ১:৪৪