রয়েছি পরে এই বিশাল শহরে
রাস্তার কোলাহলে-- সংকীর্ণ ঘরে,
ইট বালু কংক্রিটের কঠিন হৃদয়
মিশে আছে মনে মোর নেই সংশয়।
পিচঢালা রাজপথে চলার প্রেমে
অবিরাম ছোটাছুটি নেই আমি থেমে
ভালো লাগে শহরের জীবন প্রবাহ
ধূসরিত ধূলিময় তাপে খড়দহ।
আমার এ শহরের ধূলিকণাও জানে
আমার ভালবাসার কত বেশি মানে।
কত বেশি গভীরতা অলিতে-গলিতে
ছড়িয়ে ছিটিয়ে আছে চলিতে চলিতে।
মায়াভরা শহরের বিস্তীর্ণ প্রাসাদ
নির্ঘুম জেগে থাকে যেন সারারাত,
আমার সাথে তারা করে আলাপন
অব্যক্ত সেই কথা ভরে দেয় মন।
সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০২৩ রাত ১২:৪৭