জীবন চলার পথে পদস্খলন ঘটে যদি কভু
হাত ধরে তুলে নিও, আমারে তুলে নিও প্রভু।
হীন পাপ গ্লানি মোরে অন্ধকারে নিয়ে যায় যদি
অগ্নি সম জ্বালা অন্তরে জ্বলে নিরবধি,
শীতল করিও প্রাণ দিয়ে মোরে পূন্য স্নান, প্রভু।
জীবন চলার পথে পদস্খলন ঘটে যদি কভু।
হাত ধরে তুলে নিও আমারে তুলে নিও প্রভু।।
যদি কভু করে জয় পাপ মোহ অবক্ষয়
আমার পূন্য পথ লোভে পড়ে হয় পরাজয়
আমার অন্তরে নিজগুণে শুদ্ধজ্ঞাণ দিও প্রভু।
জীবন চলার পথে পদস্খলন ঘটে যদি কভু
হাত ধরে তুলে নিও আমারে তুলে নিও প্রভু।।
সর্বশেষ এডিট : ১৯ শে মে, ২০২৩ রাত ১:২৫