অদ্ভুত রাত্রি এক এসেছে নামিয়া
পৃথিবীর সব ভালো গিয়াছে থামিয়া
চারিদিকে ফলিতেছে পাপের ফসল
ভালো মানুষের কাজ সব নিস্ফল।
কোনো এক অন্ধকার করিতেছে গ্রাস
ফুল আর ফোটে না তো, ফুলের সুবাস
ভাসে না তো বাতাসের নিবিড় ঢেউয়ে
ভালবাসা ঘৃণা হয়ে পরিতেছে চুঁইয়ে,
কোকিল আর গায় না কো কুহু কুহু গান
সবুজ হয়েছে হলুদ বৃক্ষে নাই প্রাণ ;
এ এক অন্ধকার যুগ ভালবাসা হীন
মানুষ রয়েছে বেঁচে হৃদয় বিহীন।
আলোর প্রতিক্ষায় আজ সকলের মন-
ভালবাসা হীন মরে সাধের জীবন।
সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০২৩ রাত ১:২৮