একদিন তার সাথে কত কথা হতো
আজ সে দূরে থাকে কারণ বসতো
খুঁজিয়া পাইনা তারে হৃদয়ের কোণে
কারিয়া নিল তারে অন্য কোনো জনে।
অন্য কোনো মনে সে গড়েছে বসতি
সময়ের ব্যবধানে ফিরে গেছে মতি
যাহা ছিল একদিন সোনার ফ্রেমে
সাজানো গুছানো মনে গভীর প্রেমে
রঙে রসে ছিল সে বড় উচ্ছল
ঝরিয়া পরিত বুকে হেসে খলখল।
আজ তার মনে এলো উড়িবার সাধ
সবকিছু ভুলে তাই গুনিল প্রমাদ
চলে গেল মন তার মনের তালাশে
যে মন ডাকিল তারে খুব ভালবেসে,
সেই খানে গড়িল সে মনের বসতি
আজ তাই মন মোর কাঁদে তার প্রতি।
সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০২৩ রাত ২:১৬