সকল দুয়ার খুলে দিয়ে আজ নিজেকে দেখিতে চাই
কোথা হতে এসে কোথায় চলেছি কোথা গিয়ে পাই ঠাঁই।
কার লাগি মোর হৃদয় পুড়েছে কার তরে আছে ঘৃণা
কাহাকে ছাড়িয়া চলিয়া এসেছি বাঁচি না কাহারে বিনা।
কোন পাপ আছে জীবনে আমার কতটুকু আছে পূণ্য
কার তরে মোর প্রেমের জোয়ার কার তরে মন শূন্য।
জীবন চলার পথে পথে যত করিয়াছি খুটিনাটি ;
আজ নয়নে, মনের আয়নায় দেখিব তা পরিপাটি -
যৌবনে মোর হৃদয় জেগেছে উথলি উঠেছে প্রাণ,
রমনী হেরিয়া কামনা জেগেছে পেয়েছি নারীর ঘ্রাণ
প্রেমে ও পরশে ভরেছে হৃদয় জীবন যৌবন সবই
নারীর প্রেমে দেওয়ানা হয়েছি, হয়েছি ভাবুক কবি।
ভেবে দেখিনি পূণ্য কি পাপ--ন্যায় অন্যায় কিছু
যেথায় অবুঝ হৃদয় ছুটেছে ছুটেছি তাহার পিছু।
খেয়াল রাখিনি কারে কি দিয়েছি কার কাছে আছে দেনা,
কার পদতলে জীবন সঁপেছি কার হয়ে গেছি কেনা।
সংসার মাঝে চলিতে পথে কত স্বার্থের ঝুলি
কত অন্যায় আপন খেয়ালে নিয়েছি গোপনে তুলি,
মিথ্যে বকেছি সত্যও বলেছি বলেছি তা প্রয়োজনে
নিজেকেই এ যে বঞ্চনা দিয়েছি ভাবিনি তা কভু মনে।
কতবার কত কর্কশ কথা মায়াহীন অভিঘাত
প্রিয়জনে কত দিয়েছি গভীর মরমে নিঠুর ঘাত
এ মোর সত্য বাণী -
পূর্ণ নহে গো পবিত্র নহে আমার হৃদয় খানি,
দিকে দিকে মোর জমে আছে পাপ জমে আছে ঘৃণা রোষ
জীবনে কখনো কাহারো তরে দেইনি কো সন্তোষ।
পিতামাতা কভু করেছি কি সেবা! আজ নাহি মনে পরে'
মায়া মমতায় বাঁধি নাই কভু আপন নিজের ঘরে
পথে পথে মোর সব ঝরে গেছে যতটুকু আছে জমা
প্রকৃতি আমায় পাপের ঋণের করেনিতো কোনো ক্ষমা।
ঘরে প্রিয়জন তবু্ও এ মন ছুটেছে বাহির পানে
কোথায় এ মন তৃষ্ণা মিটাবে অদৃষ্টই তাহা জানে!
কোন বেদনায় মিটে যাবে সাধ মিটে যাবে অভিশাপ
কোন দরিয়ায় তৃষ্ণা মিটিবে ধুয়ে যাবে পাপতাপ ।
আজ আকাশের অসীম নীলে নিঃসীমে চেয়ে থাকি
জীবন চলার পথে পথে মোর সব হয়ে গেলো ফাঁকি!
সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০২৩ রাত ২:৩৫