দুর্দিন চলে গেলে আবার সুদিন
ফিরে আসে জীবনের কোনো একদিন।
ফিরে পায় বর্ষায় মৃতপ্রায় ঘাস
নতুন জীবন, ফুল বিলায় সুবাস
ফাগুনের আগমনে রঙের মেলায়
প্রজাপতি ফুলে আসে প্রেমের খেলায়
যে নদী শুকিয়ে যায় বালুর চরায়
শুকনো মৌসুমের প্রচন্ড খড়ায়-
শ্রাবণের জলধারায় প্রাণ ফেরে তার
টলমল করে চলে বহিয়া আবার।
আমার এ জীবনের বেদনার দিন
ফুরালো না কখনো, আনন্দ বিহীন
কেটে গেল জীবনের চারটি দশক
বারেবারে ফিরে এলো দুঃখ ও শোক।
তবুও বেদনার সব দুঃখ লয়ে
নিদারুণ বৈরিতার সব আঘাত সয়ে
এ জীবনে বিজয়ের গেয়ে যাব গান
নব নব সম্ভাবনায় ভরে নেব প্রাণ
দেখব আনন্দপূর্ণ নতুন সকাল
সেই আশা বুকে নিয়ে আছি বহুকাল।
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০২৩ রাত ২:১৮