এনেছি আমি আজ তোমাদের তরে
নতুন বার্তা এক প্রাণের ভিতরে;
প্রভাতে যেমন হয় নতুন সূর্যোদয়
তেমনি ছড়িয়ে যাবে সারা বিশ্বময়-
নতুন এ বাণী মোর আগামীর তরে
সকলেই যেচে নেবে প্রাণের ভিতরে।
প্রেমের আলোতে দেখে নেবে মুখ
দেবে নেবে প্রেম সবে হবে না বিমুখ।
পুরানো ছড়ানো যা মিথ্যা ও মেকি
আমার বাণীর ছায়ায় সব যাবে ঢাকি।
এ এক নতুন পথ নতুন পৃথিবীর
নতুনের তরে আজ হয়েছে অস্থির।
যাদের তারুণ্য আজ নব স্পন্দনে
উঠেছে জেগে প্রাণ দানের আহ্বানে
দিয়ে যাবে অকাতরে মানুষের তরে
আপন জীবন প্রাণ সব নিঃস্ব করে।
সেই সব তরুনের জন্য এ বাণী
নতুন যুগের তরে আমি বয়ে আনি।
সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০২৩ রাত ১:৪২