দুঃখ কষ্ট ব্যাথাভার দারিদ্র্য ক্লেশ
দাও তুমি যত খুশি অনন্ত অশেষ,
নেই তাতে কোনো ক্ষেদ নেই অভিযোগ
আমাকে দহন করে জ্বালাও আলোক।
পুড়ে পুড়ে করো খাঁটি করো খাদহীন
পূর্ণ পবিত্র করো, করো পাপহীন।
সত্য সুন্দর করো, করো পূণ্যময়,
অপরের তরে প্রাণ করি যেন ক্ষয়।
শুধু চাই ধৈর্যশক্তি, দাও প্রেম প্রাণে
বিনয় ভক্তি দাও শুষ্ক শূন্য মনে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



