কাহার নয়ন খানি পরিলো নয়নে
সেই হতে সে নয়ন ভাসে মোর মনে,
হৃদয়ের মাঝে তার মুখ-ছবি খানি
এঁকে দিলো সেই হাসি রং-তুলি আনি।
কামনার রঙে রঙে ফোটালো সে ফুল
যা ছিল হৃদয়ে গোপন না ফোঁটা মুকুল।
বাধিতে চেয়েছি তারে মনের বাঁধনে
ধরা নাহি দেয় সে-তো স্বপ্ন সাধনে।
সেই হতে আর কভু দেখি নাই তারে
দু নয়ন অবিরাম খুঁজে ফিরে যারে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



