সব আশা ভেঙে গেলে তারপর মন
নতুন নতুন আশার করে আয়োজন।
যে নদী ফুরায়ে যায় শুকায় চরায়
সেও ফের গতি পায় সুফলা ধরায়।
মোর আশা ভেঙে গেছে--হৃদয়ের সাধ
মিটে নাই কোনো কালে, শুধুই আঘাত
এসেছে ফিরে ফিরে অন্তর মাঝে
নিষ্ফল হতাশায় সকল কাজে।
তবুও হৃদয়ে অমৃতের স্বাদ
পাব বলে নির্ঘুম কাটে শত রাত,
আসিবে স্বপ্নে ভরা সতেজ সকাল
এমন আশায় আমি আছি বহুকাল।
সর্বশেষ এডিট : ২৩ শে এপ্রিল, ২০২৩ রাত ১:২৩