মনের মানদন্ডে যোগ্যতার আলেয়া তুমি
বিসর্জন, যা তোমার প্রকৃতি
ভালবাসা, যা তোমার শেখানো পদ্য গঠন
সূখের বিস্তার, যা তোমার সপ্ন পূরণ।
শিহরণে প্রথম ত্যাগে কুমারীত্বের অবসান !
জননী, শত কষ্টে অর্জিত লালিত নুতন প্রাণ
সংজ্ঞাহীন বাঁধনে নুতন আলেয়া
নুতন প্রানের স্বর্গবাস তোমার কদম রচিত
ভাগ্যবান, আমি আমার নিজেতেই
শত সুখে প্রসার আমার পৃথিবী আলেয়া
একটি সুখেই তোমার স্বপ্ন যা ঐ লালিত প্রাণেই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






