বাসে মেয়েদের কয়েকটি সিট বরাদ্দ থাকে, প্রশ্নই উঠেনা তাদের জন্য কেনো সিট বরাদ্দ রাখবো আমরা?
তারা তো সমঅধিকারের জন্যে রাস্তায় নেমেছিল, তো? এখন সিটের ক্ষেত্রে,চাকরি কোঠা,ভার্সিটি কোঠা,গ্রামাঞ্চলে তাদের পড়ালেখার অতিরিক্ত সুবিধা কেনো মেনে নিব আমরা? অসম্ভব।
-এবার আসি মন গলানো কথায়। সমান অধিকার দাবীর আগে একজন মেয়ে যতক্ষন কাজ করে ২০ টাকা পেত, একজন ছেলে ৩০ টাকা পেত তখন। কেনো?
আপনি বাসে উঠলে একটা মেয়ে দাড়িয়ে থাকা অবস্থায় শরীরে যত্ন নিয়ে হাত বুলিয়ে দিচ্ছেন, কেনো?
আপনার মা বা বোনকে নিয়ে বাসে উঠে দেখলেন মহিলা সিটে পুরুষ বসে আছে,আপনি তখন কেনো ওদের উঠতে বলবেন, কোন সাহসে? তখনই কি আপনার মা বোন দুর্বল?
মানসিকতা বদলান দেশ বদলাবে ।আপনি যেমন মা বোন নিয়ে বাসে উঠলে চিন্তায় থাকেন কখন তারা সিটে বসতে পারবে, অন্য মা বোনরাও চিন্তা করে কখন একটি সিট খালি হবে। যানেনই তো বোধহয়,অশিক্ষিত কিছু লোক এখনো বউ পেটায় (হাউ ফানি) আপনাকে কিন্তু অশিক্ষিত বলছিনা!
ব্যাপারনা, আপনাদের যা খুশি বলুন। মা, বোন বা বউ না থাকলে টের নাও পেতে পারেন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




