somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

নিজের সম্পর্কে বলার আসলে কিছু নেই। বিপণি বিতানের কোন সিদ্ধহস্ত বিক্রায়কও আমি নই। হঠাৎ হঠাৎ কিছু শব্দ মনের মাঝে টুপটাপ করে ঝরে পড়ে। তাই লিখি এখানে।

আমার পরিসংখ্যান

আসাদুজ্জামান পাভেল
quote icon
নিজের সম্পর্কে বলার মতো আসলে তেমন কিছু নেই।
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

তোমাকে ভালবাসবো বলে

লিখেছেন আসাদুজ্জামান পাভেল, ১৪ ই আগস্ট, ২০২১ রাত ২:৩১

তোমাকে ভালবাসবো বলে
*******************
তোমাকে ভালবাসবো বলে,
সারারাত জমিয়ে রেখেছি শিশির
শিউলির পাপড়িতে রেখেছি অনন্ত নিদ্রা,
ঘাসের ডগায় ফড়িঙের নিঃসংকোচ ওড়াউড়ি, নিশ্চিত করেছি
ফুলে ওঠা আকাশের বিছানায় চোখ খুলে শুয়ে থেকেছি কল্পান্ত কাল
তোমাকে ভালবাসবো বলে

তোমাকে ভালোবাসবো বলে,
অপরাহ্ণের আলস্যকে বারণ করেছি উঠোনে আসতে
ভিজে আঙিনায় নরম রোদ্দুর খেলা করুক, চাই নি
বলেছি, আজ তোমার ছুটি, চলে যাও নিরুদ্দেশ
যেখানে... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৭৫ বার পঠিত     like!

কবিতাঃ কাব্য এবং পদ্ম, পদ্য নয় কিন্তু...

লিখেছেন আসাদুজ্জামান পাভেল, ২৭ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:৫৫

কাব্য এবং পদ্ম, পদ্য নয় কিন্তু...
জানুয়ারি ২৯, ২০১৮
********************
অহেতুক অভিসম্পাত হেতু যে পদ্মের জন্ম হয়
তাকে ঘৃণা ছাড়া আর কিই বা নাম দেওয়া যায়
জেনেছি, পদ্ম নাকি কখনো জল নিমগ্ন হয় না
যত অতল তত লম্বা তার সজল ডাঁটা, জলের

উপরেই বাতাসে সে দুলতে থাকে এদিকওদিক
আমাদের নিরন্তর ঈর্ষা-বাক্য যেন জলের মতোই
যতই বাড়ে... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১৩৯ বার পঠিত     like!

কবিতাঃ জ্যোতির্ময় গোলক, নরম

লিখেছেন আসাদুজ্জামান পাভেল, ২০ শে মার্চ, ২০১৯ রাত ৯:২২

জ্যোতির্ময় গোলক, নরম
ফেব্রুয়ারি ৫, ২০১৯
********

তোমার স্তন যুগলকে আমি জোড়া ঘুঘু বলে ডাকি
খোসা ছাড়ানো উষ্ণ ডিমের মতো নিলাভ-সাদা, বৃহৎ
সে মাংসপিণ্ড নিথর হয়েও কেমন সরব, দাম্ভিক
উর্বশীর মতো কতই বা ঢঙে নিবিড় নাচ দেখিয়ে যায়
তারই সুঘ্রান মেখে থাকে আমার আঙুলের ফাঁকে ফাঁকে,
রেনুর মতো পিছলে পিছলে যায় সে অনুভূতি
তোমার সাদা স্তনে আমি নিদ্রার... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৭০ বার পঠিত     like!

কবিতাঃ এই সব মহৎ মিথ্যাচার

লিখেছেন আসাদুজ্জামান পাভেল, ১৪ ই মার্চ, ২০১৯ রাত ৯:৪০

কবিতাঃ এই সব মহৎ মিথ্যাচার

মার্চ ১৭, ২০১৫
***************

হতে পারে,
কথারা সব রঙের ছোঁয়ায়
মালিন্য কাটিয়ে উঠছে
পদ্ম-রাগে হিমন এসে
মনের খোড়াক বুনছে
কত্থক বুঝি তালের নায়ে
মনিপুরকে ঠিক ডাকছে
এক মুহুর্তে মিলিয়ে যাওয়া
পিছুটান শুধুই হাসছে

হতে পারে,
অপর কোনো দিগন্তালো
অনাদিকালের স্রোতে ভাসছে
মিহি সুরের গানের আখর
শেষের কবিতাটাই আঁকছে
তন্দ্রায়োজনে পথ্যটা তাই
রোজই থাকছে... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৯৭ বার পঠিত     like!

কবিতাঃ বিমূর্ত

লিখেছেন আসাদুজ্জামান পাভেল, ১২ ই মার্চ, ২০১৯ রাত ৮:০৩

কবিতাঃ বিমূর্ত
***********************
বেহায়ার মতো প্রতি ঘণ্টায় ফেইসবুক খুলে দেখি
আমার পোস্টে কটা কমেন্ট পড়লো, কবার শেয়ার হল
নিদেন পক্ষে কয়টা লাইক পড়েছে ইত্যাদি ইত্যাদি
প্রতিটি ছবি পোস্ট করার আগে গোপনে আমি
ছবি গুলো এডিট করি, স্মার্ট ফোনের জামানা এটা
আমার কালো ঘাড়ে খেলা করে সোনালি রোদ্দুর
পাউডারের মতো সে আলো ঘসে নিই ঘাড়ে-পিঠে
কিছুটা ডলে... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১১৫ বার পঠিত     like!

কবিতাঃ একা হবার গল্প

লিখেছেন আসাদুজ্জামান পাভেল, ০৮ ই মার্চ, ২০১৯ রাত ৮:৩৭

একা হবার গল্প
*****************


একা হবার গল্পগুলো কেউ জানে না
শীতের রাতে লন্ঠনের আলো মৃদু হয়ে গেলে
আমরা তবুও সেই অপস্রিয়মাণ আলোতেই
নিবিড় চোখে আত্মমগ্ন হই, পয়েন্টস-ম্যানের বলিরেখা
ফোকাসের বাইরে মিলিয়ে যায়,
শেষ ট্রেনের অলস দীর্ঘ নিঃশ্বাসের মতোই, স্লথ হয়ে যায়
সে চলে যায় মধ্য-আঁধারে, ধীরে ধীরে

একা হবার নির্জনতাটুকু কেউ বোঝে না
শিশির নাকি বৃষ্টি, কোনটি শিথিল... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১১৭ বার পঠিত     like!

কবিতাঃ সেই তর্জনী

লিখেছেন আসাদুজ্জামান পাভেল, ০৬ ই মার্চ, ২০১৯ রাত ১০:৩৯

সেই তর্জনী
(৭ মার্চকে স্মরণ করে)
*************
ছাপিয়ে যাওয়া মানব ঝড়
পেরিয়ে যাওয়া গ্রাম নগর
হারিয়ে যাওয়া বোধ অনুরোধ
বুকের মাঝে জমা ক্রোধ
চোখের কোণে অটুট আশা
দিনবদলের কীর্তিনাশা
দু’যুগ জুড়ে আঁটা খিল
দাশকাব্যের অন্তমিল
সাত-কোটি ফুল জমাট ধুলো
এবার কবি আঙুল তুলো
যে ময়দানে রেসের মেলা
তার উঠোনেই এমন খেলা
অযুত মাথা গোণা যায় কি
মাথা-বুক সব এক জানো কি
বীর বাঙালি কান পেতে রয়
ইথার কিম্বা... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৮৫ বার পঠিত     like!

কবিতাঃ আবহমান

লিখেছেন আসাদুজ্জামান পাভেল, ০৫ ই মার্চ, ২০১৯ রাত ১০:১৮

আবহমান
**************
বিমূর্ত এক ছবির গল্প গভীর কোন সংলাপে
বলতে গেলে কথার কথা মনে হয় বিলকুল
দিনের পর দিন এইতো চলে, চলতে দিতে হয়
চোখের সওয়া হয়ে যায় একদিন আঁধারের কারসাজি
যাপিত জীবন হয়ে ওঠে আরেকটি সাদাকালো স্থিরচিত্র
বদলায় না কিছুই, বিমূর্ত তো আটপৌরের বসনে লুকায়

অ্যাবস্ট্রাক্ট কোন ভাস্কর্যের গুণগান গাইতে গাইতে
আমাদের নাগরিকদের যে সময় কাটে
মৈথুনে তারচেয়ে যদি... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১০৭ বার পঠিত     like!

চুড়িহাট্টার কোলাজ

লিখেছেন আসাদুজ্জামান পাভেল, ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:১৮

চুড়িহাট্টার কোলাজ
ফেব্রুয়ারি ২২, ২০১৯
****************


কোথায় হারাল মা

ডিএনএ’র নমুনা যদি মিলে যায়
তবে কি ফিরবে মা? জড়িয়ে ধরবে কি আর?
শরীরটা ভালো যাচ্ছিলো না তার
মায়েরা তো আসলে প্রথম এবং শেষ পর্যন্ত
লড়ে যাওয়া সেই নির্ভীক সৈনিক,
না ভেবেই যারা বেরিয়ে পড়ে পথে
পেরিয়ে যায় একা আগুন-নদী-জনপদ
ডিএনএ না মিলুক, মা আসবে তবে ফিরে


গলিটা হয়েছিল... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৭১ বার পঠিত     like!

কবিতাঃ অন্য ফাগুণ

লিখেছেন আসাদুজ্জামান পাভেল, ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:১৪

অন্য ফাগুণ
১৫ ফেব্রুয়ারি, ২০১৯
********************

কোন রঙে রাঙাবো মন আমি,
নির্বাসনের অর্গল অনর্গল বুলি কপচায় যখন,
মানাচ্ছে না, একেবারেই মানাচ্ছে না তোকে এই দরিয়ায়
শতছিন্ন পাল, নড়বড়ে মাস্তুল, প্রাচীন বৈঠা-
মানানসই নয় মোটেই, কোন রঙে তবু ভেজাবো নিজেকে?

কোন ঘরেতে ফিরবো বল, কোন আঙিনার দোরে
পোকায় বিনষ্ট ধানের খোসায় ভরে আছে উঠোন,
বীজহীন ফসল উনুনের... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১০৮ বার পঠিত     like!

প্রদোষের ধার-গল্প

লিখেছেন আসাদুজ্জামান পাভেল, ২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:০৬

প্রদোষের ধার-গল্প
******************


আমি জীবনে কারো কাছ থেকে ব্যক্তিগতভাবে টাকা ধার করিনি।
এই লাইনটি লিখে একটা ভালো লাগার অনুভূতি কাজ করে। এটাকেই বুঝি বলে “হৃষ্টচিত্তানুভূতি”। ঠিক তার পরপরই ফেঁসে যাওয়া বেলুনের মতো চুপসে যাই। কথাটি একেবারেই সত্যি না। আমি জীবনের বিশেষ বিশেষ মুহূর্তে বিরাট বিরাট অঙ্কের টাকা ধার করেছি। আর তা ব্যক্তিগত... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৩১১ বার পঠিত     like!

আমার প্রথম বন্ধু, ইহুদী!

লিখেছেন আসাদুজ্জামান পাভেল, ১৯ শে মার্চ, ২০১৮ রাত ৮:০৭

আমার প্রথম বন্ধু, ইহুদী!
**********************

দেশ ছেড়ে আসার আগে আগে আমাকে দুটো বিরাট উপদেশ দেওয়া হল।
নাহ, কথাটি বোধ হয় একেবারে ঠিক না । আসলে একটি উপদেশ, অন্যটি উপলব্ধির বহিঃপ্রকাশ। মজার ব্যাপার হল দুটির বিষয় কিন্তু অভিন্ন, বক্তব্য ঠিক বিপরীত। একটু খোলাসা করে বলি-
উপদেশটি আমার আম্মার কাছ থেকে। দেশ ছাড়ার... বাকিটুকু পড়ুন

১৭ টি মন্তব্য      ৬৩২ বার পঠিত     like!

গল্পঃ কাঁটা

লিখেছেন আসাদুজ্জামান পাভেল, ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৩৮

গল্পঃ কাঁটা

পর্ণা এক্সলিটরে চাপ বাড়ায়।
সিআরভি-টা সাথে সাথে লাফিয়ে ওঠে। গাড়িতে উঠেই দেখেছে তেলের বাতি দিয়ে দিয়েছে। তেল নিতে হলো তাই। সে যেহেতু সার্কেল-কে থেকে তেল নেয় সবসময়, তাই খানিক ঘুরপথে যেতে হল। গিয়ে দেখে বিশাল লাইন। তেল নিতে নিতে বেশ দেরি হয়ে গেছে ওর। সে তাই স্থানীয় পথে দ্রুত চালিয়ে... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৩৩৮ বার পঠিত     like!

কবিতাঃ আর্ট অফ ডিসেন্সি

লিখেছেন আসাদুজ্জামান পাভেল, ০৬ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪

আর্ট অফ ডিসেন্সি
০৬.০২.২০১৭

তোমাকে ভালবাসি, এটাই সত্য
তোমার চোখের তারাতেই ঘুমিয়ে থাকতে চেয়েছি
আর সেটা রোদ কিম্বা বৃষ্টি হয়েই, বালি হয়ে নয়
বালিতে তো মুখ গুঁজে থাকে সারস
তবে কি সে বিহ্বল বিহঙ্গ কিছুটা নির্বোধ
কি করে তবে সে শুষে নেয় দুগ্ধের শুভ্র অংশ
সেকি তার আজন্ম লালিত বৈভব, নাকি অভিশাপ

তোমাকে ভালবাসি, এটাই সত্য
তোমার বুকেই চুপটি... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ২০২ বার পঠিত     like!

কবিতাঃ শিরনামহীন

লিখেছেন আসাদুজ্জামান পাভেল, ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:১৭

শিরনামহীন
*****************

তারপর
আমি নিমগ্ন হই-
যেন কলসের নীচের জলে ল্যাপটানো মাটিতে
স্যাঁতস্যাঁতে ঘরের কোণে অতি খেয়ালে চোখে পড়বে
ধীর ব্যাঙ কোন, ভেজা অন্ধকারেও কলসের গা ঘেঁসে
সে বুঝি লুকিয়ে থাকে
কোন পলির মতো নরম কোমরের ভাঁজের রেণু
লুটিয়ে থাকে ঐ কলসের নীচে
আমি তবুও নিমগ্ন হই,
যেন অলৌকিক শীতলতা নেমে আসে
আমাদের মৃত্তিকায়-

তারপর
আমি নিমগ্ন হই-
উল্টানো ঝাঁপির... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১২৯ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ৬০৯০ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ