যদি আমি ভোরের কথা বলি?
তবে আমি পাখির কথা বলছি,
যদি আমি পাখির কথা বলি?
তবে সুরের কথা বলছি, স্বরের কথা বলছি।
যদি আমি সুরেলা স্বরের কথা বলি?
তবে তোমার কথা বলছি।
যদি আমি রং এর কথা বলি?
তবে আমি ফুলের কথা বলছি,
যদি ফুলের কথা বলি?
তবে শুভ্রতার কথা বলছি, সৌরভের কথা বলছি।
যদি আমি শুভ্র সৌরভের কথা বলি?
তবে তোমার কথা বলছি।
যদি আমি চাঁদের কথা বলি?
তবে আমি জোস্নার কথা বলছি,
যদি আমি জোস্নার কথা বলি?
তবে আমি স্নিগ্ধতার কথা বলছি, সৌন্দর্যের কথা বলছি
যদি আমি স্নিগ্ধ সৌন্দর্যের কথা বলি?
তবে আমি তোমার কথা বলছি।
যদি আমি ধর্মের কথা বলি?
ঈশ্বরের কথা বলি?
তবে আমি প্রেমের কথা বলছি, তোমার কথা বলছি।
প্রেমই আমার ধর্ম
তুমিই আমার একত্ববাদী প্রেমিকা
তোমার কাছেই আমার সকল আরাধনা
নৈবদ্যে নিজেকে সঁপেছি।
যদি আমি বিপ্লবের কথা বলি?
বিদ্রোহের কথা বলি?
রাজপথ, ব্যারিকেড, মিছিল
ভাঙ্গচুরের কথা বলি?
তবে আমি স্বৈরতন্ত্রের কথা বলছি
তোমার কথা বলছি।
তুমিই আমার হৃদয় রাষ্ট্রে একেশ্বর স্বৈরশাসক
আমারই রাজ্যে আমি সংখ্যালঘু দলিত শ্রেণী
তোমার শোষণে নি:শেষ হয়ে যাচ্ছি।
গণতন্ত্রে তোমার তীব্র অরুচি
ঈশ্বরের মত একক হুকুম চালাতে চাও স্বৈরবাদী।
তুমি এমনি আসক্তি হয়ে উঠেছো
মাতালের মত বারবার ঘুরেফিরে একি কথা বলি
কেবল তোমার কথা বলি।
সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



