সে একজন আছেন, উন্মাদিনী
ক্ষমতার মসনদে বসে চালান খেয়াল খুশী
ইচ্ছে হলেই কেড়ে নিতে পারেন প্রাণ
ইচ্ছে হলেই করতে পারেন জীবন দান।
তিনিই এক এবং অদ্বিতীয়
বিকল্প নেই তাঁর কোথাও,
সুতরাং আনুগত্য হও।
তাঁর শক্তির আদি আছে, অন্ত নেই
স্বর্গ-নরক খুলে বসেছেন ঈশ্বরের মত
তোয়াজ করো,
তবেই জুটবে পুষ্পমাল্য।
প্রভুভক্ত কুকুরের ন্যায় নিয়ম মাফিক পা চাটো
তবেই স্বর্গের দ্বার হবে উন্মুক্ত,
সেখানে কেবল সুখ আর সুখ।
চাইলেই পেতে পারো পদ-পদবী
চাহিদামতো নমিনেশন।
অর্থ- প্রতিপত্তি, বিলাতি পাড়ায় বাড়ি
কী নেই সেখানে!
এক জীবনে পূর্ণতারও অধিক পাবে।
খুশি করো, রোজ পূজার আসরে মন্ত্র জপো।
তিনি যেমন স্বর্গের দেবী, তেমনি নরকেরও
যদি বিদ্রোহ করো
যদি অধিকার আদায়ের দাবি তোলো
বিরুপ মন্তব্য করো
যদি বিপ্লবী হও ইবলিশের মত
তবে তোমার জন্য-ই নরক দন্ড।
গুম হবে, খুন হবে
অনাহারে পানাহারহীন মরবে।
তুমি, তোমার প্রিয়তমা স্ত্রী, আদুরে সন্তান
কেউ সুরক্ষিত নয়।
দরজায় পেয়াদা এসে কড়া নাড়বে
টেনে হিঁচড়ে নিয়ে যাবে দন্ডিত নরকে।
তিঁনি অসীম, নত হও।
জননীর হে বেজন্মা সন্তান গণ
"মাতার পায়ের নিচেই বেহস্ত"
তোমাকেই ঠিক করতে হবে, কোথায় যেতে চাও?
(২-১২-২৩)