যদি দেখা না পাই
যদি কথা না হয়
তবে মেঘ জমে নয়ন ও মাঝে
আঁখি পাতে ঝড়ে বারি
তুমি যাও যে চলি।
তুমি যাও যে চলি
এ প্রাণ ও মোর কাড়ি
দেখলে না কী তুষে আমি পুড়ি
তোমার ও বিরহে।
তোমার ও বিরহে সহেনা যাতনে
চোখ পেতে বসে থাকি।
অপেক্ষা আর প্রতীক্ষায় আমার বয়স বাড়ে
দিনদিনানিপাত কেটে যায় পথের পানে
ক্লান্ত মরুর তপ্ত পথ তৃষ্ণায় ফেটে যায় পুড়া চোখ।
তুমি অদেখা হলেই চোখের খরা এমন করে বেড়ে যায়
মরা নদীর জল গড়ায় অক্ষি কোঠরে।
অথৈই জলের অশ্রু চোখ তবুও অমন কেন পুড়ে?
লোচন ও খুলিয়া মেলিয়া আছি
পথের ও পাণে চেয়ে
খোলা আখে আমার ধুলোবালি ঝড়ে
তোমারও মুখ পড়ে না
ক্লান্ত নেত্র মুদিয়া আসে
তোমার ও দেখা মেলে না।
আমি জেগে রই তোমায় দেখতে চেয়ে
আর একবার, একটিবার, এই শেষবার
আর কি দেখতে পাব না!
আমার আক্ষেপ কি যাবে না
এই জনমের শেষ মৃত্যু কালে?
তুমি কি আর একটি বারও আসতে পারো না!
লোকে তো লাশ দেখতেও আসে।
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:২৪