অনাদরে পড়ে ছিলাম অবহেলিত শুকনো পাতার মত
উপেক্ষার পায়ের নিচে পদদলিত হয়েছি শত
গৃহস্থালি উঠান থেকে ঝেটে তাড়িয়েছে সুকন্যা
ঠাঁই হয়নি কোথাও,
যে গাছ থেকে ছিন্ন হয়ে পড়লাম, ফিরে তাকায়নি সেও
পরিশেষে যে সযত্নে তুলে নিলো
সেও কেবল পুড়ানোর জন্যই গুছিয়ে নিলো।
সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০২৫ ভোর ৫:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


