শোভা কতটা মুগ্ধ হতে পারে, ফুল কি জানে?
তুমি রোজ আয়নায় নিজেকে দেখো
তুমি কি জানো, ঐ রুপ দর্শনে আমার পিপাসা কত?
কোন সৌরভ ওমন আকুল করে মৌমাছি কে টানে
ফুল কি জানে? কেন আমি বারবার ছুটি তোমার দিকে?
সাগর কি জানে কত গর্জনের ঢেউ তার বুকে?
তুমি কি জানো, তোমার বিরহের এক একটি প্রহর
আমার বুকে সমুদ্রের ঢেউ হয়ে গর্জে?
নদী কি জানে তার বুকে কত ভাঙ্গনের সুর?
আর্তনাদের তীব্রতর শীতল বাতাস,
তুমি কি জানো আমার হৃদয়ে কী অসীম তৃষ্ণা
ঠোঁট কে ছোবার?
তৃষ্ণাক্ত কানে কোন সুর মধুরতা ঢেলে দেয়
পাখি কি জানে?
তুমি কি জানো, তুমি কথা বলা শুরু করলে
আমার চারপাশ নিরব হয়ে যায়।
চাঁদ না জানুক, জ্যোৎস্নার স্নিগ্ধতা মানুষ কোন নিবিষ্ট চোখে দেখে
তুমি জেনো, আমার চোখ সকল অমানিশায় তোমাকেই খোঁজে।
সর্বশেষ এডিট : ১৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:০৬