
বাংলাদেশের প্রকৃতি আর পাখির বন্ধন সত্যিই অনন্য।
পাখির ডাকে ভোর হয়, তাদের ওড়ার ছন্দে প্রকৃতির সৌন্দর্য আরও রঙিন হয়।
এই World Earth Day উপলক্ষে বাংলার চিরসবুজ লোকগান প্রতি শ্রদ্ধা জানিয়ে — “হলুদিয়া পাখি সোনারই বরণ”।
যাঁর হৃদয়ছোঁয়া কথায় প্রাণ পেয়েছে গানের আকাশ — গীতিকার সিরাজুল ইসলাম এবং সুরের জাদুকর সুরকার আব্দুল আলীম।
প্রকৃতি আর পাখির অপরূপ সৌন্দর্য নিয়ে তৈরি এই ভিডিও তাদের প্রতি আমাদের ভালবাসা ও শ্রদ্ধা।
প্রকৃতি কেবল নয়, এটা আমাদের অস্তিত্বের ঠিকানা।
পাখি ও প্রকৃতি ভালোবাসুন, পরিবেশ রক্ষা করুন।
World Earth Day সকলকে সবুজের বার্তা ছড়িয়ে দিন।
মতামত জানাতে ভুলবেন না!
হলুদিয়া পাখি সোনারি বরণ
পাখিটি ছাড়িলো কে
হলুদিয়া পাখি সোনারি বরণ
পাখিটি ছাড়িলো কে
কেউ না জানিলো
কেউ না দেখিলো
কেমনে পাখি দিয়া যে ফাঁকি
উইড়া গেল হায় চক্ষের পলকে
পাখিটি ছাড়িলো কে
হলুদিয়া পাখি সোনারি বরণ
পাখিটি ছাড়িলো কে
সর্বশেষ এডিট : ২২ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৪:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




