আঁধারে এক একা হাঁটাহাঁটি
নিরবে নিভৃতে কান্নাকাটি
অবসরে অকারণে কাঁদা ঘাটাঘাটি
জীবন নিয়ে মহাচিন্তা হয় মাটি
বোঝা দায় হয় কোনজন খাঁটি
জমানো পূণ্যেরা বাঁধে অাঁটি
পাপের ভয়ে খোঁজে নিছিদ্র ঘাঁটি
স্বপ্নে তেড়ে আসে ভয়ানক লাঠি
অকারণ ব্যস্ততায় সময় হেসে খায় লুটোপুটি
প্রেমাসরে ভুলে যায় কখন বাজে বারোটি
মনে পড়ে, চুপ করে বসে বসে যে মানুষটি
তারজীবনও কিন্তু এগিয়ে নেয় ঠিকই মহাসৃষ্টি।
২৯/০৮/২০০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


