কেউ দেহ দেয় অর্থের বিনিময়ে
কেউ দেয় বিনিময়ে ভালবাসা আর প্রেম
নামক উদ্ভট আবেগ অর্ক
আর অন্য কারও বিনময় মূল্য সেই এক
চিরাচরিত সামাজিক সম্পর্ক।
অন্যপক্ষেঃ
সব পুরুষই সুযোগ সন্ধানী খদ্দের
সব কেবলই সুযোগের অপেক্ষা করে
সংক্ষিপ্ত বিনিময় মূল্যে নারী দেহের।
সে প্রচেষ্টায় কেউ ঢালে অর্থ নারীর পার্সে,
কেউ গড়ে তোলে ভালবাসা আর প্রেমের
চাতুরী ঐ সেই দেহের স্বার্থে।
আর কেউ কেউ স্বচ্ছ পর্দার আড়ালে সম্পর্কের
নাম দিয়ে কাছে টেনে নেয় সেই দেহ।
শালা, এ দুনিয়ায় এ সওদায় অংশদারীত্ব চায়না
এমন অসুসহ, পাগল ছাড়া আর নই মোরা কেহ।
কোন না কোন আঙ্গিকে এ বিনিময় সওদায়
সব নারী নানান ঢঙে ঐ তো দেখ ব্যস্ত
আর পুরুষ সব কোন এক পন্থায় বিনিময় মূল্য
পরিশোধ করে ভেবে নেয় এভাবেই যথেষ্ট।
17/03/03
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০০৬ সকাল ৯:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



