পড়ে যাও যদি হঠাৎ... ধপাস...
.........................ব্যাথা তখন বেশী
উচ্চতা পরিহার করে এস সবাই
.........................নিচে নেমে আসি।
নিচে সবই শান্ত
সমতলে হেঁটে হেঁটেও কেউ নয় আর ক্লান্ত
..........................এখানে ধোঁয়া কম
এখানে নিঃশ্বাসে তাই পাওয়া যায় পুরো দম।
নিচে সুখ, নিচে মমতা, নিচে সত্য সাধনা
তবু উচ্চতা ছেড়ে অনেকেই তা খোঁজেনা।
নিচে সবাই বোধের সাথে অজান্তেই মাতাল
এই নিচেই আছে ছায়া ঢাকা ঘুমের চাতাল।
নিচে আরও শান্তি কত কত...
.........................অসময়ে বুঝবে তুমি কভূ!
নিচ থেকে উপর পানে সবই কি আর স্বর্গের প্রতিভূ?
১৪/২/০৫
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০০৬ সকাল ১০:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



