ত্রিভুজের মস্তিষ্ক উদ্ধুত ব্লগার দিবসের আয়োজনে আজকের ব্লগার বুদ্ধুরাম নামে কেউ একজন। কি ন্তু কি আশ্চর্য ঐ বয়োজ্যেষ্ঠার নামটা চোখে র স্মৃতিতে প্রথমে নাড়া দিলনা কেন বুঝতে পারলাম না?
একটু চিন্তা করতেই মনে পড়ল .....যাক মনে পড়ল....
এই তো সেই এক লাইনের কিছুমিছুর বুদ্ধুদা...সুন্দর সুন্দর শিরোনামএর ধারবাহিক লেখা তারও আরও আছে...এলোমেলো, দূর্বলতা...ছোট ছোট পরিসরে বুদ্ধু মিয়ার মনের কথা। তেমন তথ্য বহুল বা গভীর সৃজন এর কিছু যে কটা লেখা পড়লাম চোখে পড়লনা। তবে মনে হলো লেখনীর শক্তি মানে ভাষার বুনন বেশ ভাল ...ওপারের বাংগালীদের এই গুনটা বারবার নজর কাড়ে। ....
আচ্ছা ত্রিভুজ ...আপনি কি নিশ্চিত বুদ্ধুরামই সবচেয়ে বেশী বয়সের অধিকারী আমাদের ব্লগে?
...
আজ কিন্তু একটা সুবিধা বুদ্ধুরামের লেখা পড়ায় যারা অংশ নিচ্ছেন বেশী পড়তে হচ্ছেনা...খুব দ্রুতই শেষ করা যায়ে তার লেখাগুলো। ...
( বিঃদ্রঃ এই লেখাটা দেয়ার কারন কদিন ধরে লেখার জড়তা কাজ করছে ...সেই জড়তাটা ভাঙার দরকার তাই।)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



