...ঠিক আছে, কেন নয়?
গায়ক গায়িকার সুমিষ্ঠ সুরেলা কণ্ঠ,
আবৃত্তিকারের কণ্ঠে চটুল ভরাট ছন্দ,
প্রেমিক প্রেমিকার কণ্ঠে কণ্ঠে বেশ আবেগ,
বৈশিষ্ঠ্য বৈশিষ্ঠ্য বৈচিত্র্যে স্বাতন্ত্র্য...
স্বাভাবিকতা মানতেই হয়...
কিন্তু এদিকে এক নব চিন্তার মেঘ
হঠাৎ আকাশে মনের...
নেতার বক্তৃতার বাক্যে বাক্যে জনগণের দোহাই,
নব নব কবির কবিতায় চোখে পড়ে
কিছু কিছু বিশেষ শব্দের ব্যবহার তীব্রতা পৃথুল।
উত্থিত শীশ্ন, ছেড়া যোনী
...বাক্যে বাক্যে টানাটানি
বীর্য আতত বীরত্ব খোঁজে নব নব কবি,
সংগম ছিড়ে ছিড়ে কবিতায় আনে আধুনিকতা।
...উপমার কি এতই অভাব ?
যৌনতার চারপাশে বৃত্তাকার পর্যটক হয়ে যায়
শব্দে শব্দে কবিকূল...
মধু পরাগ চিমটার শীরের ডগায় তুলে
এনে এনে বসাতে ব্যস্ত কবিতায় ;
বুঝাতে শাব্দিক দৃঢ়তা, উপমার গাম্ভীর্য...
...অকারণ ভাবনা আমার, ওদিকে আধুনিকতার
জটিলতা প্রদর্শনে কবিগণের আসলেইতো কি ভীষণ চাতুর্য!
১৭.১১.২০০৬
সর্বশেষ এডিট : ১৭ ই নভেম্বর, ২০০৬ সকাল ৭:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



