চোখের পলকে পলকে বিরহ বিহঙ্গের পাল
আামকেই আটকাতে পাতে যেন বিরহের সূক্ষ্ম জাল।
বিরহ বিহঙ্গ বর্ণহীন তবুও
............অদ্ভুত শক্তিবলে হয়ে ওঠে প্রতিবন্ধক দৃষ্টিতে,
ওদের ওড়া একটুও থামেনা যদি আমি বসেও থাকি ক্লান্তিতে।
বিহঙ্গ পালের না থামার গতিতে বাতাসে ঘর্ষনের পর ঘর্ষন,
আর ওখানেই উৎপত্তি শক্তির বর্ষন, ... মনের।
বিরহ বিহঙ্গের সেই সূক্ষ্মজালের সংকীর্ণতায়
তাই সমৃদ্ধ হতে হয় আবদ্ধ এক শক্তির প্রাচুর্যতায়।
বিরহ বিহঙ্গের উড়ে চলায় খুঁজে পাওয়া যায় ছন্দ এক
সেই শক্তি বলে, ছন্দ ধরে রাখি তাই কবিতার ছত্রে
বিরহ বিহঙ্গ এক অপূর্ব সঙ্গী যেন আমার শক্তি দানের মন্ত্রে।
১২.০৫.২০০১
সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০০৬ ভোর ৫:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



