শীতের কষ্ট কষ্ট আনন্দ।
হালকা কুয়াশা জড়ো হয়েছে
দৃষ্টি সীমানায়, আড়াল তাই সবত্র।
সে আড়ালে হারিয়ে যায়
কাছে থেকেও দূরে...
কত চেনা মুখ, কত কত!
আমার আত্মজীবন উজ্জীবিত আত্মা।
শীতের সাথে যুদ্ধে
পরাজয়ের আভাস, পলায়ন্মুখ সময়।
জোট বেঁধে বদ্ধ তাই সব জানালা
বদ্ধ করেছে আমারেও
নিরালায় একটু খোলামেলা।
সে খোলামেলা বহুদূরে
সবাইকে হারিয়ে
একান্তে একাকী আমায়
ভাবায় যা ভাবার এবং না ভাবারও।
সেখানে বন্দীত্ব আছে তবে সাথে আছে যে
স্বাধীনতা তা পাবেনা এ সমাজে বাস্তবেও।
০৩/০১/০৪
সর্বশেষ এডিট : ২৩ শে নভেম্বর, ২০০৬ ভোর ৫:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



