আহারে! এইচআইভি আক্রান্ত এই রাজনীতি,
জনগণের দেহমনে তাই শঙ্কা আর ভয়ভীতি-
কখন জাগিবে কালরোগ,
রাজনীতির মৃত্যু শোক-
আসবে ভেবেই ভেস্তে যাচ্ছে সকল রীতিনীতি।
(দুই)
ওনারাই তো দেশ চালান, ওনারাইতো শাসক!
ওনারা কি শান্তিকামী না কেবলই ক্ষমতা চোষক?
মুখে ঝরছে স্বার্থ ভরা বুলি
চোখে ঢেকেছে একপেশে ঠুলি,
জনগন তো গুটি তাদের -খেলতে মরণ পাশক।
২/১২/০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


