লেখা অতি ভালো না তবু দেই ..........
অন্তরাল
শত দৃষ্টির মাঝেও থেকে যাবে অদৃশ্য হবে হাজারো
কিছু এই চোখের অন্তরালে।
বর্ষার বারি ধারার মত বয়ে যাবে দুঃখের ঝর্না ধারা
থেকে যাবে দাবাদহের চিহ্ন ।
ঝড়ো বাতাসে বিবর্ণ ঝরা পাতার মত পথিক হারাবে
তার পথ অকুল পাথারের মাঝে।
মরীচিকায় খাবে ধোঁকা জাহাজির চোখের দৃষ্টি তবু
থেকে যাবে আশা আর সপ্ন ভঙ্গের ভয়।
হারিয়ে যাবে আপনজন সকলের মাঝ হতে তবু
রয়ে যাবে চোখের মাঝে চোখেরই অন্তরালে।
চলার পথে কখনো শূন্য হবে সকল বর্ণমালার ভাণ্ডার
তবু জেগে থাকবে এই চোখের আশার বানী।
মলিন হয়ে যাবে এ্যালবামে রাখা ফোটোগ্রাফ যত তবু
গ্রীষ্মের দাবাদহের মত থাকবে চোখেরই অন্তরালে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




