হাজারো সুত্র আর জ্ঞানের ধারায়-
একেছো তুমি সীমান্তের চিহ্ন, করছ
শব-ব্যাবচ্ছেদ, হানছ বারে বারে উন্মাত্ত
আকাশে খুনি চিলের রক্তাত্ত ছোবল।
ধরছ বারে বারে নষ্টছাড়া নদীর বলয়
যেথায় শোষিতের হার, শাসকের অট্টহাসিতে
থেমে গেছে যত পাতালপুরীর গল্প।
হাজারো সূত্র আর জ্ঞানের ধারায়-
তুমি কেড়েছ কাণ্ডারির খঞ্জর আর
বিপ্লবির প্রেমের বানী।
করেছো রক্ষার নামে মরনাস্ত্রের উন্মেষ
যেখানে বয়ে যায় হাজারো রক্তের ধারা।
তবে কি দরকার এই
হাজারো সূত্র আর জ্ঞানের ধারা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




