অন্থহীন সুরঙ্গ পেরিয়ে দরোজাটা নেই
পা চলে; পায়ের কোনো ঠিকানা থাকে না
তবু হাতের চেয়ে পায়ের সঙ্গেই চাবির সম্পর্ক অধিক
ইদানিং চাবি হাতে নিলেই একলা লাগে খুব
এইতো এখানেই ঘুমের ওপর শুয়ে ছিলো বিশ্বাস
ঘরের ভেতর টান হয়ে নাক ডাকছে আমাদের অতীত
পথ ভুলি নাই দরোজাটা সরে গেছে
এখানে আর 'আমরা' নেই 'তোমরা' থাকো

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



