শিড়দাড়া বেয়ে নামছে একটা নষ্ট প্রতিশ্রুতি
মরু সাপের মতো শীতের ঘাম মুছে মুছে একটা ইতিহাস মরে গেলো
সবটুকু উষ্ণতা চিকনি চামেলির কোমরে জমা রেখে
এই পৌষের রাত বখে যাওয়া কিশোর
মাস্টারবেশানে ছিটকে দিচ্ছে হিম হিম শিশির
শীৎকারে শীৎকারে কে খুঁজছে অপাপবিদ্ধ মুখ
কুয়াশার ঘোমটা খুলে কে তাকায় এ শহর তা জানে
এ শহর জানে কার কম্বলের ওমে কে বেঁচে আছে তা মূখ্য নয়
হাইকোর্ট মোড়ে নেতা আজ সোয়েটার বিলালেন
আপনার চ্যানেল ছবি পেয়েছে তো, দাদা?
বনানী, ভোর ৫.৩০
২২.১২.২০১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



