নীলাভ নীলিমার নির্মল নীল,
কচি সবুজ দূর্বা ঘাসের কোমল সবুজ,
হলদে আগুন ঝরা সূর্যের অগ্নিময় হলুদ,
শুভ্র গাঙচিল পালকের শুভ্রতার সাদা,
বেগুনী অপরাজিতার মিষ্টি বেগুনী,
বাসন্তী রঙ গাঁদার বাসন্তী কমলা......
রংধনুর এই সাত রঙ থেকে
একটু একটু রঙ নিয়ে,
শুভ জন্মদিনে জানাই তোমায়
রংধনু রঙের রঙিন শুভেচ্ছা।
লাল গোলাপের ভালবাসায় ভরে যাক,
তোমার হৃদয়।
নীলাভ নীলিমার উদারতায় ভরে উঠুক,
তোমার মন।
কচি সবুজ ঘাসের কোমলতায় শুরু হোক,
তোমার পথচলা।
অগ্নিময় সূর্যের উজ্জ্বলতায় শ্রেষ্ঠ হোক,
তোমার জীবন।
গাঙচিলের পালকের শুভ্রতায় শুভ্র হোক,
তোমার দৃষ্টিপট।
বেগুনী অপরাজিতার মিষ্টোতায় পূর্ণ হোক,
তোমার প্রতিটি স্বপ্ন।
বাসন্তী গাঁদা ফুলের রঙে রঙিন হোক,
তোমার সবকটি বসন্ত।
এমনই কোন এক জন্মদিনে
হয়তো লাল গোলাপ হাতে,
আসবে সে তোমারই কাছে।
তুমি মিশে যাবে তার অস্তিত্যে,
সে লীন হয়ে যাবে তোমার আলিঙ্গনে।
সেদিন পূর্ণতার আনন্দে আত্মহারা হয়ে
আলতো করে সে বলবে তোমার কানে,
***** শুভ জন্মদিন *****
১৯ শে মার্চ, ২০০৮
ভালবাসার শুভেচ্ছায়... Click This Link
সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০০৮ রাত ৩:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




