শিক্ষক-এক দিন ছাত্রকে বললো যে মামুন
আগামীকাল আমাকে চারটি ওয়ার্ড শিখে আসবে ঠিক আছে
ছাত্র স্কুল থেকে বাড়িতে এসে প্রথমে তার বাবার কাছে গিয়ে বললো আব্বু আমাকে-
কয়েকটি ওয়ার্ড বলে দাও,ওর বাবা তখন হিসেব নিয়ে ব্যাস্ত মাথাটাও গরম-ছিল।
রেগে ছেলে কে বললো স্টপ ছেলে-ভাবলো বাবা ওকে একটি ওয়ার্ড বললো,সে বললো এই তো একটা পাইছি।
ছেলেটি পরে তার মায়ের কাছে গিয়ে বললো আম্মু আমাকে কয়েকটি ওয়ার্ড বলে দাও,তার আম্মু বললো আজ নয় কাল সে মনে করলো আম্মু ওকে ওয়ার্ড বললো,সে বললো এই তো আরেকটা পাইছি।পরে সে রাস্তায় এসে দেখে যে একটি লোকের পিছনে লেখা সুইপার সে বললো এইত একটা পাইছি ওয়াড তার পরে একটি সাইন বোডে দেখে লেকা আছে ডাস্টবিন তার পরে সে বলে এইত আরেকটা পাইছি
পরের দিন ইস্কুলে গিয়ে স্যার কে বললো স্যার আমি ওয়াড শিখেছি স্যার বললো বলত
ছাত্র বলে (ইস্টপ) তমাকে আমি ইস্কুল খেকে বের করে দেব ছাত্র বলল আজ নয় কাল
শিক্ষক বলল তুমি আমাকে কি মনে কর ছাত্র বলল (সুইপার) শিক্ষক বলল তুমি
ইস্কুল কে কিমেনে কর ছাত্র্র বলল ডাস্টবিন?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


