আমার বাবা মিতব্যায়ী মানুষ। তিনি কিভাবে বিভিন্ন খরচের জায়গা গুলো থেকে খানিকটা অর্থ সাশ্রয় করা যায় সেই চেষ্টায় সদা সচেষ্ট থাকেন। আমিও বাবার ছেলে হিসেবে ব্যাতিক্রম নই।
আমার বাবা তার অধিকাংশ সহকর্মী ও বন্ধু বান্ধব এর দেখাদেখি সাবেক ওয়ারিদ খ্যাত এয়ারটেল এর সংযোগ ব্যাবহার করতেন। বাবার যুক্তি ছিল, যেহেতু যাদের সাথে উনার অধিকাংশ সময় যোগাযোগ করতে হয় তারা যে মোবাইল সেবা প্রদানকারীর সেবা গ্রহণ করে থাকে তাদের সংযোগ উনিও ব্যবহার করলে কিঞ্চিত সাশ্রয় করতে পারবেন। সাশ্রয়ের ব্যাপার বলে কথা,
কিন্তু মানুষ ভাবে এক আর বিধাতা করেন আর এক। গতকাল দেখি বাবা কিঞ্চিত মন খারাপ করে বাসায় ফিরছেন। বিষয় কি জানতে চাইলে বললেন, সিএনজিতে ভূল করে তার শখের মোবাইল ফোনটি ফেলে এসেছেন।
বাবা ব্যাপক ভাবে বাজার যাচাই করে আরএকটি মোবাইল সেট কিনলেন। আবারও তিনি ভালবাসার টানে এয়ারটেলের সিম কিনতে যাচ্ছিলেন। কিন্তু এবার আমি বাঁধ সাধলাম। বললাম বাবা ভালবাসারটানে দাদাদের তো আমরা দিয়েই যাচ্ছি, এবার নাহয় একটু বাদ থাকুক।
আপনিও আপনার বাড়ীতে বলে দেখুন "আর নয় ভালবাসার টানে পাশে আসা, দূরে থাকুন ভাল থাকুন।"

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



