কুরবানীর ঈদ আসলে অনেকের মধ্যে পশুপ্রেম জেগে উঠে, আমার মধ্যেও উঠে। সারা বছর মাংস খাই, কেএফসি চিকেন খাই, তখন কেন পশু প্রেম জেগে উঠে না?
হ্যাঁ, আপাতদৃষ্টিতে আমিও ভন্ড। কিন্তু আমি যখন মাংস কিনি তখন দূধ ডিম বিস্কিট এগুলা কিনার মতই মাংস কিনি, কেএফসি তে যখন খাই তখন চা বিস্কিট খাবার মতই মাংস খাই, একটা জীবন্ত প্রাণীকে মাংসে রিলেট করতে পারিনা।আমার অজান্তেই নিষ্ঠুর একটা কাজ হয়ে যাচ্ছে। মুরগি কিনে হত্যা করে রান্না করতে কখনোই পারবো না। উন্নত বিশ্বে ল্যাবরটরি তে আর্টিফিশিয়াল মাংস বানানো হচ্ছে, ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়ে গেছে, হয়তো আগামী ১০ বছরের মধ্যে বাজার দখল করবে কৃত্রিম মাংস। নিষ্ঠুরতা থেকে মুক্তি পাবে অবলা প্রাণী। কিন্তু তখনও বাংলাদেশ ও পাকিস্তানের মানুষগুলা প্রকাশ্যে পানি হত্যা করে যাবে। অন্যান্য মুসলমান দেশে প্রকাশ্যে এভাবে পশু হত্যা করে না, একমাত্র বাংলাদেশ আর পাকিস্তানেই করে। পশুর ক্ষতি সদয় হোন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


