
নব্বইয়ের দশক ছিলো বাংলা ব্যান্ড ইতিহাসের স্বর্নযুগ, যদিও ২০০০ এর প্রথম দিকেও বেশ কিছু ভালো এ্যালবাম রিলিজ হয়েছে। বাংলা সাহিত্যের বিশেষ করে বাংলাদেশের সাহিত্যের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বাংলা ব্যান্ড সঙ্গীতকে বাদ দিয়ে চিন্তা করা অসম্ভব বলে আমি মনে করি। "হারজিৎ" তেমনই একটি এ্যালবাম যা ২০০০ সালে রিলিজ হয়েছিলো সাউন্ডটেকের ব্যানারে। এ্যালবামটিতে সর্বমোট বারোটি ট্র্যাক রয়েছে যার সবগুলো লিখেছেন জনপ্রিয় গীতিকার প্রিন্স মাহমুদ। বিভিন্ন গানে কন্ঠ দিয়েছেন, আইয়ুব বাচ্চু, জেমস, শাফিন আহমেদ, হাসান, বিপ্লবের মতো ব্যান্ড শিল্পীবৃন্দ। এই এ্যালবামে জেমসের গাওয়া "বাবা" গানটি আজও অনেক শ্রোতার মুখে মুখে শুনতে পাওয়া যায়। অতি সম্প্রতি এই এ্যালবামটির সবগুলো গানের লিরিক্স এবং সাথে ইউটিউব ভিডিও সংযুক্ত করে সংরক্ষণের কাজ সম্পন্ন করেছি। আরো বেশ কিছু এ্যালবাম এর লিরিক্স সংরক্ষণের কাজ চলমান রয়েছে।
সর্বশেষ এডিট : ২৩ শে মার্চ, ২০২২ ভোর ৫:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




