
পুরো নাম ফারুক মাহফুজ আনাম হলেও বাংলাদেশের ব্যান্ড জগতে মূলত তিনি জেমস নামেই অধিক পরিচিত। একনিষ্ঠ ভক্তদের কাছে কখনো কখনো "গুরু" নামেও সম্বোধিত হয়ে থাকেন। জেমসের প্রথম একক এ্যালবাম "অনন্যা" যা ১৯৮৮ সালে সারগাম মিউজিক লেবেল থেকে রিলিজ হয়েছিলো। এই এ্যালবামটির সবগুলো গানের সুর করেছেন জেমস নিজেই, সাথে ড্রাম বাজিয়েছেন এহসান এলাহী ফান্টি, কী-বোর্ড বাজিয়েছেন ইমন, বেস গীটারে খায়েম আর বাঁশিতে ছিলেন পাবলো। এ্যালবামটিতে সর্বমোট এগারোটি ট্র্যাক রয়েছে যার সবগুলোই লিখেছেন আসিফ ইকবাল।
অতি সম্প্রতি জেমসের বেশ কয়েকটি এ্যালবামের লিরিক্স সংরক্ষণের কাজ শেষ হয়েছে আরও বেশ কিছু কাজ চলমান রয়েছে। ধীরে ধীরে তার এবং অন্যান্য ব্যান্ড শিল্পীদের কাজও সংরক্ষণ করা হবে।
সর্বশেষ এডিট : ২৫ শে মার্চ, ২০২২ দুপুর ১:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




