
বাংলাদেশের জনপ্রিয় গায়ক এন্ড্রু কিশোর -এর একক সঙ্গীত এ্যালবাম যা ২০১১ সালে সংগীতা মিউজি লেবেল থেকে প্রথম রিলিজ হয়েছিলো। এ্যালবামটিতে সর্বমোট বারোটি ট্র্যাক রয়েছে যেগুলোর গীতিকার হিসেবে রয়েছেন কামরুজ্জামান কাজল, বাকিউল আলম, মিলন খান , সোহরাব হোসেন, নাসির উদ্দিন ও উৎপল দাস। সবগুলো গানে সুরারোপ করেছেন প্রণব ঘোষ। এ্যালবামটিতে একযোগে অডিও ক্যাসেট ও সিডি আকারে বাজারে আসে।
এ্যালবামটিতে উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে ভুল সবই ভুল, শোনোগো চাঁদ শোনো তারা, তানপুরাটার মত, সেই রাখালিয়া, চারিদিকে মাটির দেয়াল। সম্প্রতি এ্যালবামটির সবগুলো গানের লিরিক্স সংরক্ষণের কাজ সম্পন্ন হয়েছে। পুরো এ্যালবামটির সবগুলো গান ও লিরিক্স পাবেন এখানে। ধন্যবাদ।
কপিরাইটঃ সংগীতা
সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০২২ সকাল ৭:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




