
পারতপক্ষে আমি কোন গেমার নই। টুকটাক কোডিং করার পর অনেক সময় বিরক্তি চলে আসলে বা মন কিছুটা ফ্রেশ করার জন্য "ব্রলহাল্লা" গেমটা খেলি। মূলত অনলাইন ভিত্তিক এ্যাকশন গেম। বেশ ভালো লাগে, যদিও মার খাই বেশী

দিতে পারি কম। কিছুদিন আগে দেখলাম, কেউ একজন জেতার পর তার দেশের পতাকা ওড়ানোর ছবি দেখা যাচ্ছে। ওমনি ঘাটাঘাটি শুরু করে দিলাম, অনেক ঘাটাঘাটির পর বোঝা গেল যে, পতাকা ওড়ানোর জন্য টাকা খরচ করে পতাকা কিনতে হবে। আমেরিকা এবং বাংলাদেশ দু'টোরই পতাকা কেনা হলো। পতাকাতো হলো কিন্তু জিততে-তো আর পারছি না। ওদিকে মা'র খেতে খেতে আমার নাস্তানাবুদ অবস্থা। যাইহোক অনেক চেষ্টা আর ধোলাই খাওয়ার পর, অবশেষে জিততে পেরেছি। ভার্চুয়ালি হলেও দেশের পতাকা ওড়াতে পেরে ভালো লাগছে। অন্তত ক'জন মানুষতো বাংলাদেশের পতাকা আবারও দেখলো, এটাই শান্তি। খুশিতে তা থৈ তা থৈ অবস্থা

, শেয়ার না করে পারা গেল না।
সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০২৩ রাত ৩:৩২