পারতপক্ষে আমি কোন গেমার নই। টুকটাক কোডিং করার পর অনেক সময় বিরক্তি চলে আসলে বা মন কিছুটা ফ্রেশ করার জন্য "ব্রলহাল্লা" গেমটা খেলি। মূলত অনলাইন ভিত্তিক এ্যাকশন গেম। বেশ ভালো লাগে, যদিও মার খাই বেশী দিতে পারি কম। কিছুদিন আগে দেখলাম, কেউ একজন জেতার পর তার দেশের পতাকা ওড়ানোর ছবি দেখা যাচ্ছে। ওমনি ঘাটাঘাটি শুরু করে দিলাম, অনেক ঘাটাঘাটির পর বোঝা গেল যে, পতাকা ওড়ানোর জন্য টাকা খরচ করে পতাকা কিনতে হবে। আমেরিকা এবং বাংলাদেশ দু'টোরই পতাকা কেনা হলো। পতাকাতো হলো কিন্তু জিততে-তো আর পারছি না। ওদিকে মা'র খেতে খেতে আমার নাস্তানাবুদ অবস্থা। যাইহোক অনেক চেষ্টা আর ধোলাই খাওয়ার পর, অবশেষে জিততে পেরেছি। ভার্চুয়ালি হলেও দেশের পতাকা ওড়াতে পেরে ভালো লাগছে। অন্তত ক'জন মানুষতো বাংলাদেশের পতাকা আবারও দেখলো, এটাই শান্তি। খুশিতে তা থৈ তা থৈ অবস্থা , শেয়ার না করে পারা গেল না।
গেম খেলি, দেশের পতাকা ওড়াই
পারতপক্ষে আমি কোন গেমার নই। টুকটাক কোডিং করার পর অনেক সময় বিরক্তি চলে আসলে বা মন কিছুটা ফ্রেশ করার জন্য "ব্রলহাল্লা" গেমটা খেলি। মূলত অনলাইন ভিত্তিক এ্যাকশন গেম। বেশ ভালো লাগে, যদিও মার খাই বেশী দিতে পারি কম। কিছুদিন আগে দেখলাম, কেউ একজন জেতার পর তার দেশের পতাকা ওড়ানোর ছবি দেখা যাচ্ছে। ওমনি ঘাটাঘাটি শুরু করে দিলাম, অনেক ঘাটাঘাটির পর বোঝা গেল যে, পতাকা ওড়ানোর জন্য টাকা খরচ করে পতাকা কিনতে হবে। আমেরিকা এবং বাংলাদেশ দু'টোরই পতাকা কেনা হলো। পতাকাতো হলো কিন্তু জিততে-তো আর পারছি না। ওদিকে মা'র খেতে খেতে আমার নাস্তানাবুদ অবস্থা। যাইহোক অনেক চেষ্টা আর ধোলাই খাওয়ার পর, অবশেষে জিততে পেরেছি। ভার্চুয়ালি হলেও দেশের পতাকা ওড়াতে পেরে ভালো লাগছে। অন্তত ক'জন মানুষতো বাংলাদেশের পতাকা আবারও দেখলো, এটাই শান্তি। খুশিতে তা থৈ তা থৈ অবস্থা , শেয়ার না করে পারা গেল না।
চট করে আসো আপা
চট করে আসো আপা চট করে আসো
অপেক্ষায় থেকে গেল সেপ্টেম্বর মাসও।
কথা ছিল টুপ করে, ফেলে দিলে শেষ
আগষ্ট মাস এলে সব গোলমাল দেশ।
তুমিও পালালে, পালাইনা বলে
তোমার আগেই নেতারা গেল সব... ...বাকিটুকু পড়ুন
নতুন বাংলাদেশের যাত্রা শুরুর ৩৮ দিন!!!!
পতিতা হাসিনাকে লাথি মেরে দেশ থেকে ভাগিয়ে দেয়ার পর মেঘে মেঘে খানিকটা বেলা হলো। ইচ্ছা ছিল, ড. ইউনুস সরকারের একমাস পূর্তিতে একটা রিভিউ পোষ্ট দিবো। কিন্তু এ্যাজ ইউজ্যুয়াল, ইচ্ছাটা... ...বাকিটুকু পড়ুন
ভাঙ্গার কথা ছিলো অনিয়ম, সিন্ডিকেট, দুর্নীতি, স্বজনপ্রীতি।
ভাঙ্গার কথা ছিলো অনিয়ম, সিন্ডিকেট, দুর্নীতি, স্বজনপ্রীতি। কিন্তু আপনারা মাজার শরীফ, দরগা শরীফ ভাঙছেন। যুক্তি হচ্ছে, ঐসব জায়গায় মাদক সেবন হয়, গান বাজনা হয়। বুঝলাম, আপনারা আপনাদের স্বাধীন দেশে মাদক... ...বাকিটুকু পড়ুন
লাইফ ইজ বিউটিফুল'...
'লাইফ ইজ বিউটিফুল'...
Roberto Benigni এর গল্প এবং পরিচালনায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ কালীন নাজি বন্দী শিবিরের একটি পরিবারের বন্দী জীবন নিয়ে অসাধারণ সুন্দর যুদ্ধ এবং কমেডি ধাঁচের মুভি। সুখ যেমন... ...বাকিটুকু পড়ুন
ইউনুস সরকার কেন ফেইল করবে?
১। কিছুদিন আগে গোপালগঞ্জে আর্মির উপর ভয়ানক হামলা হয়। ৪টি আর্মির গাড়ী পুড়িয়ে দেওয়া হয়। আর্মির উচ্চপদস্থ কর্মকর্ত সহ বেশ কয়েকজন সৈনিক গুরতর আহত হয়। গতকালকে গোপালগঞ্জে পিটিয়ে... ...বাকিটুকু পড়ুন