মোটামুটিভাবে সবারই কম-বেশী পছন্দের পারফিউম ব্র্যান্ড থাকে, আমারও তেমনি পছন্দের কিছু ব্র্যান্ড আছে। ব্যক্তিগতভাবে আমি দীর্ঘদিন ভারসাচি-র একটি পারফিউম ব্যবহার করেছি। কিন্তু বিগত ক'বছর ধরে ডলচে এ্যান্ড গাব্বানা "দ্যা ওয়ান" ব্যবহার করার পর আর ভারসাচিতে ফিরে যাওয়া হয় নি।
করোনার আগে অফিসে যেতে হতো তাই পারফিউমের প্রয়োজনটা খুব বেশী গুরুত্বপূর্ণ মনে হতো। এখন অবশ্য বাসায় বসেই কাজ করছি, অফিসে যাওয় হচ্ছে না সেই ২০১৯ সাল থেকে। আর আমার অফিসও অন্য স্টেটে। পারফিউম কিছুটা হলেও তার গুরুত্ব হারিয়েছে আমার কাছে খুব স্বাভাবিকভাবেই। তবুও এটাকে পুরোপুরি বাদ দিয়ে চিন্তা করা আপাতত সম্ভব নয়। সমস্যা হলো পারফিউমের দাম কিছুটা বেড়েছে বলে মনে হচ্ছে। বর্তমান পারফিউমটি ব্যবহার করার পর থেকে কম-বেশী কমপ্লিমন্টে পেয়েছি, বেশ ক'জন জিজ্ঞেস করেছে পারফিউমটির ব্যাপারে। মনে হচ্ছে মানুষের কাছে এর ঘ্রাণটা ভালো লেগেছে। তাই আবারও অর্ডার করতে হলো। দীর্ঘদিন পর হাতে নতুন পারফিউম পেয়ে বেশ ভালো লাগছে।
আপনার পছন্দের ব্র্যান্ড কোনটি? মন্তব্যে জানাতে পারেন। ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:২৬