
সভায় সভাপতিত্ব করবেন মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এখন প্রশ্ন হচ্ছে - একজন সভাপতিকে প্রায় ৫০০০ (মোট প্রয় ইউনিয়ন সংখা) প্রার্থীকে মনোনয়ন দিতে হয় কেন ,বা নেন কেন এ দ্বায়িত্ব ? কিভাবেই বা সম্ভব ১৫ হাজার থেকে ২০ হাজার(গড়ে ৩-৪জন প্রতি ইউনিয়নে) জনের মধ্যে থেকে সঠিক পদ্ধতিতে সঠিক লোককে মনোনয়ন দেয়া ?
আর যেহেতু চূড়ান্ত সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নিচ্ছেন তাই - নৌকার প্রার্থী যত বাজে ভাবেই পরাজিত হোক না কেন ,কৈফিয়তের বালাই নেই ,ফলে জেলা সভাপতির বা নেতারা মনোনয়ন বাণিজ্য করেও পার পেয়ে যায় ও উৎসাহিত হন ,পক্ষান্তরে আওয়ামীলীগ প্রকৃত কর্মী হারান। বরং -
ইউপি মনোনয়ন বোর্ড থেকে শেখ হাসিনার সরে আসা উচিত এবং জেলে আওয়ামীলীগকে দায়িত্ব দিয়ে ,কৈফিয়তের আওতায় আনলে আওয়ামীলীগের জন্যেই ভালো হবে মনে হয়।
এই কথা গুলি আমি বলার কে ?পন্ডিতেরত অভাব থাকার কথা না।
উত্তর হলো - আমার মত আমি প্রকাশ করি (!)
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


