
বিশ্ব সেরা অলরাউন্ডার
সে বিশ্ব সেরা অলরাউন্ডার এই কথাটি জাতিকে বলতে দিয়ে গর্বিত করেছে।
১১ জন খেলোয়াড়ে একজন হয়ে অনেক বার দেশের মান রক্ষা ও উজ্জ্বল করেছে। দেশের প্রয়োজনে যেমন খেলেছে তেমন নিজের প্রয়োজনে আইপিএল খেলতে চেয়ে ,দেশের খেলায় অনুপস্থিত থাকতে চেয়েছে (আইপিএলে দল না পাওয়ায় দেশের জন্য খেলেছে)। অনেক বার ১১ জনের একজন হয়ে বার্থ হয়েছে ,সেটা সবার বেলা প্রযোজ্য। ম্যাচ ফিক্সিংয়ের সাজা পেয়েছিলো ২ বছর মেয়াদের , দেশের সমর্থনে এক বছর কম হয়েছে। ইত্যাদি আরো অনেক। মোট কথা বিশ্বের ১১-১২ টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান সবসময়েই নিচের দিকেই থেকেছে/আছে। ক্রিকেট দলের খেলা টিমের খেলা ,,একজনের উপর নির্ভর করে দলীয় সাফল্য মাঝে মাঝে আসলেও ,বাংলাদেশের উচিত দল গঠনে নতুন ও পুরাতন খেলোয়াড়দের যত্ন নেয়া ,বা গঠন করা তৈরী করা /
খেলা এখন একটি পেশা,শখে খেলেন না। বাংলাদেশের উচিত "বিশ্ব সেরা অলরাউন্ডার সাহেবকে "একেবারে অবসর দেয়া,যখন ইচ্ছা খেলবে যখন ইচ্ছা খেলবেন এই পরিস্থিতি থাকলে দোলে কোন্দল হবে ,তার কাছাকাছি মানের খেলোয়াড়েরাও পরবর্তীতে এমন করবে (এখনো দুয়েকজনের মধ্যে দেখা যায়)
.মনে রাখতে হবে আইসিসিতে আমরা চেম্পিয়ন হয়েছিলাম। যুব বিশ্বকাপে আমরা চ্যাম্পিয়ন হয়েছি ,সেখানে বিশ্ব কাঁপানো কেউ ছিলোনা আমাদের। বিশ্ব ক্রিকেটেও আমরা ভালো খেলবো ,প্রতীত্দন্দিতা করেই এগিয়ে যাবো ইনশাআল্লাহ
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০২২ সকাল ৭:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



